আজ শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১ ইং
শিরোনাম
কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি। | ০৩:২২ পিএম, ২০২১-০৩-০২
কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিভিন্ন শিবির থেকে পঞ্চম দফায় তিন হাজারেরর অধিক রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তর করা হচ্ছে। তাদের মধ্যে ১ হাজার ৭৩ জন রোহিঙ্গাকে নিয়ে ২১টি বাস উখিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশে রওয়ানা হয়েছে।
আজ মঙ্গলবার (২ মার্চ) দুপুর ১টার দিকে উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে এসব বাস উখিয়া ত্যাগ করে।
এছাড়া আজ মঙ্গলবার সকালে দেড় শতাধিক রোহিঙ্গা ক্যাম্প ছেড়ে পালানোর সময় আইনশৃংখলা বাহিনী অভিযান চালিয়ে উখিয়া উপজেলার বিভিন্ন স্থান থেকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে ২ টার দিকে ভাসানচরের ২ টি বাসে করে রোহিঙ্গাদের উখিয়া থানা থেকে ক্যাম্পে নিয়ে যায় বলে উখিয়া থানার ওসি আহম্মদ সনজুর মোরশেদ জানান।
কক্সবাজার অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দৌজা নয়ন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘স্বেচ্ছায় যেতে এমন আগ্রহী প্রায় তিন হাজারেরও বেশি রোহিঙ্গা পঞ্চম দফায় ভাসানচর যাচ্ছেন। তাদের একটি বড় অংশ আজ উখিয়ার ট্রানজিট ক্যাম্প থেকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছে।
বিকালে আরেকটি দল চট্টগ্রামের উদ্দেশে উখিয়া থেকে রওয়ানা দেবে বলে সূত্রে জানা গেছে।
এসব রোহিঙ্গাদের বুধবার (৩ মার্চ) চট্টগ্রাম থেকে নৌবাহিনীর তত্ত্বাবধানে তাদের ট্রলারে করে নোয়াখালীর ভাসানচরে নিয়ে যাওয়া হবে।
উল্লেখ্য, এর আগে চতুর্থ দফায় কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবির থেকে ৯ হাজার ৭০৩ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়।
ইতোমধ্যে ২০২০ সালের ৪ ডিসেম্বর প্রথম দফায় ১ হাজার ৬৪২ জন, ২৯ ডিসেম্বর ১ হাজার ৮০৪ জন এবং চলতি বছরের ২৯ ও ৩০ জানুয়ারি তৃতীয় দফার ৩ হাজার ২৪২ জন ও চতুর্থ দফায় ৩ হাজার ১৫ জন রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে যাওয়া হয়েছে।
এছাড়া অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যেতে ব্যর্থ হয়ে ফিরে আসা ৩০৬ জন রোহিঙ্গাকে গত মে মাসে ভাসানচরে নিয়ে যায় সরকার, তারাও সেখানে রয়েছেন।
মিয়ানমার সেনাবাহিনীর হত্যা ও নির্যাতন থেকে বাঁচতে ২০১৭ সালের ২৫ আগস্ট পর থেকে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেন সাড়ে সাত লাখেরও বেশি রোহিঙ্গা।
এছাড়া নতুন-পুরনো মিলে বর্তমানে ১০ লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজারের উখিয়া-টেকনাফের পাহাড়ি এলাকায় শিবির গুলোতে ঘিঞ্জি পরিবেশে বসবাস করছেন। শরণার্থীদের চাপ কমাতে দুই বছর আগে অন্তত এক লাখ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তরের পরিকল্পনা নেয় সরকার।
সরকারের তথ্য অনুযায়ী, রোহিঙ্গাদের স্থানান্তরের জন্য নিজস্ব তহবিল থেকে ৩ হাজার ৯৫ কোটি টাকা ব্যয়ে ভাসানচর আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ১৩ হাজার একর আয়তনের ওই চরে এক লাখ রোহিঙ্গা বসবাসের উপযোগী ১২০টি গুচ্ছগ্রামের অবকাঠামো তৈরি করা হয়েছে।
কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি। : কক্সবাজারের উখিয়ায় ৭ হাজার ৫০ পিস ইয়াবা ও নগদ ৪০ হাজার ৫০০ টাকাসহ তুহিনা বেগম নামের এক নারীকে আটক...বিস্তারিত
কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি। : জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদ বলেছেন করোনা সংক্রামক ভাইরাস জনিত কারণে ক্ষতিগ্রস্ত কর্মহীন হয়ে...বিস্তারিত
কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি। : কক্সবাজারের উখিয়ার ১৩ নাম্বার রোহিঙ্গা ক্যাম্প (তানজিমারখোলা) এলাকা থেকে তিন জন আর্মড পুলিশ...বিস্তারিত
কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি। : কক্সবাজারের টেকনাফে গুলিতে মোহাম্মদ হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, রোহিঙ্গা...বিস্তারিত
কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি। : কক্সবাজার জেলায় দুস্থ- অসহায়দের জন্য প্রধানমন্ত্রীর উপহার ১ কোটি ৮৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া...বিস্তারিত
কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি। : রমজান মাসে কক্সবাজার সদরের ঈদগাঁওতে হঠাৎ করে বৃদ্বি পেল লেবুসহ নিত্যপণ্যের দাম। আকাশ ছোঁয়া...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 Chattogram News | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited