আজ বুধবার, ৩ মার্চ ২০২১ ইং
শিরোনাম
নিজস্ব প্রতিবেদক। | ০৩:২৩ পিএম, ২০২১-০২-২৩
বোয়ালখালী উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চ থেকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে নামিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, ২১ ফেব্রুয়ারি উপজেলা প্রশাসনের মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে এই অপমান জনক ঘটনা ঘটে।
এই ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অজান্তা ইসলাম চট্টগ্রাম নিউজকে জানান, ২০ শে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে শিক্ষার্থীদের মাঝে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।
২১ শে ফেব্রুয়ারী উপজেলা পরিষদ প্রাঙ্গণে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আছিয়া খাতুন। প্রধান অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মোছলেম উদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুল আলম।
তিনি আরও বলেন, অনুষ্ঠানের শুরুতে আমি মঞ্চে উপস্থিত ছিলাম। কিছুক্ষণ পরে শওকত নামের এক ব্যক্তি এখানে ভাইস চেয়ারম্যান বসবেন বলে আমাকে চেয়ার থেকে তুলে দেন। পরবর্তীতে আমাকে মঞ্চে বসার জন্য কোনো সুযোগ দেওয়া হয়নি।
অজান্তা ইসলাম চট্টগ্রাম নিউজকে বলেন যেহেতু এটা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান তাই, এই অনুষ্ঠানে আমার উপস্থিত থাকাটা বাধ্যতামূলক। স্কুলের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে, আর উপজেলা শিক্ষা অফিসারকে মঞ্চ থেকে নামিয়ে দিয়ে ভাইস চেয়ারম্যানকে বসতে দেয়া-
আমি মনে করি এটা শিক্ষক সমাজের জন্য অপমান জনক ঘটনা। ভাইস চেয়ারম্যান বসবে বসুক। উপজেলার শিক্ষক সমাজের প্রতিনিধি হিসেবে আমারওতো থাকার কথা। আমাকে নামায় দেওয়া হয়েছে সেটা বিষয় না, কিন্তু শিক্ষক সমাজের কেউ ছিল না কেন? এসব অনুষ্ঠানে কলেজের প্রিন্সিপাল থাকবে, একজন আলোকিত মানুষ থাকবে, এটাই স্বাভাবিক। একজন শিক্ষিত মানুষকে নামায় দিয়ে ভাইস চেয়ারম্যান বসবেন এটাতো হতে পারেনা। আমি এটা মেনে নিতে পারছিনা।
এটা ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আছিয়া খাতুন'র কাছে চট্টগ্রাম নিউজ-এর পক্ষ থেকে জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে আমার কোনো মতামত নেই।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে কর্তব্যরতরা বলেন অজান্তা ইসলাম একজন শিক্ষিত, গুণী ও মানবিক মানুষ। তিনি অপমানিত হবেন তা আমরা মেনে নিতে পারছিনা।
মো. জয়নাল, বোয়ালখালী প্রতিনিধি। : চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো.মুজিবুর রহমানের বিরুদ্ধে থানায় সাধারণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক। : চট্টগ্রামের রাউজান উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রী তালাক দেওয়ায় হতাশাগ্রস্ত হয়ে আলমগীর (২৫)...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক। : চট্টগ্রাম আনোয়ারা থানাধীন উত্তর চাতরী এলাকায় অভিযান চালিয়ে মো. নাছির উদ্দিন ওরফে গেট্টু...বিস্তারিত
মো.আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ প্রতিনিধি। : চট্টগ্রামের চন্দনাইশে পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসকের ইট পোড়ানো লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটার...বিস্তারিত
উপজেলা প্রতিনিধি। : ভাড়ায় চালিত রিক্সা চালাতে গিয়ে কর্ণফুলী থেকে ৬ দিন ধরে নিঁখোজ রয়েছেন মো. মানিক (১৭)। জানা যায়,...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক। : কালুরঘাট সেতুর নিচে কর্ণফুলী নদীতে গলায় রশি প্যাঁচানো অবস্থায় অজ্ঞাতনামা একব্যক্তির লাশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 Chattogram News | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited