আজ শুক্রবার, ৫ মার্চ ২০২১ ইং
শিরোনাম
নিজস্ব প্রতিবেদক। | ১২:০০ এএম, ২০২১-০২-২১
বাংলা ভাষা প্রচলন আইন, ১৯৮৭-এর ৩ ধারায় সরকারি, বেসরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের দৈনন্দিন কাজে বাংলার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
এছাড়াও ২০১৪ সালের ১৭ ফেব্রুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ সব ধরনের সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার, গাড়ির নম্বরপ্লেট, সরকারি দফতরের নামফলক ও গণমাধ্যমে ইংরেজি বিজ্ঞাপন ও মিশ্র ভাষার ব্যবহার বন্ধ করতে সরকারকে আদেশ দেন।
হাইকোর্টের এমন আদেশের প্রেক্ষিতে চট্টগ্রামে প্রতিবছরই ভাষা দিবসকে কেন্দ্র করে কিংবা বিভিন্ন সময়ে বাংলায় সাইনবোর্ড নিশ্চিত করতে অভিযান পরিচালনা করা হয়। কিন্তু এসবের পরও নগরে থামছে না ইংরেজি কিংবা বিদেশি ভাষার সাইনবোর্ডের ব্যবহার।
চট্টগ্রাম নগরের একাধিক নামিদামি প্রতিষ্ঠানও বাহাদুরি দেখাতে ইংরেজি সাইনবোর্ড ব্যবহার করেন। এবার জেলা প্রশাসন সরেজমিন নগরের এসব প্রতিষ্ঠানে গিয়ে সতর্ক করেন।
এ সময় ইংরেজিতে লেখা সাইনবোর্ড সরাতে তিনদিনের আল্টিমেটামও দেয়া হয়। নির্ধারিত সময়ে বিদেশি ভাষার সাইনবোর্ড না সরালে প্রশাসনের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও বলা হয়েছে।
শনিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে চট্টগ্রাম জেলা প্রশাসনের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নগরের জিইসি মোড়, কাজির দেউরি, এম এ আজিজ স্টেডিয়াম, জামাল খান ও চকবাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালিত হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব হোসেন বলেন, ‘সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন নিশ্চিতকরণে জেলা প্রশাসনের তিনজন ম্যাজিস্ট্রেট আজকে সতর্কতামূলক অভিযান পরিচালনা করেছেন। বাংলাদেশের সংবিধান, আইন ও আদালতের নির্দেশনার প্রতি সম্মান প্রদর্শন করে সব প্রতিষ্ঠানকে নামফলক বাংলায় লেখার নির্দেশ দেয়া হয়। বিদেশি ভাষায় লেখা সাইনবোর্ড সরাতে ম্যাজিস্ট্রেটরা আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন।’
জেলা প্রশাসন জানায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক জিইসি মোড়ে বিভিন্ন দোকান, বিপণি-বিতান ও প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় ২০টি দোকান ও প্রতিষ্ঠানকে বাংলা ভাষায় সাইনবোর্ড টাঙানোর জন্যে সতর্ক করেন।
অন্যদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান চকবাজার, কাজির দেউরি ও এম এ আজিজ স্টেডিয়াম এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ২০টি প্রতিষ্ঠানকে সতর্ক করেন। এছাড়া নগরের জামাল খান এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন।
জেলা প্রশাসনের অভিযানে ম্যাজিস্ট্রেটদের সহযোগিতা করেন বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্টের চেয়ারম্যান ও বিজয় ৭১-এর উপদেষ্টা ডা. মাহফুজুর রহমান, সম্মিলিত মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কেন্দ্রীয় সভাপতি লায়ন ডা. আর কে রুবেল, বিজয়’৭১-এর সভাপতি সজল চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কাজী রাজেশ ইমরান, জয়নুদ্দীন জয় প্রমুখ।
স্টাফ রিপোর্টার । : চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় সদ্যপ্রসূত সন্তানসহ মানসিক ভারসাম্যহীন এক নারীকে উদ্ধার করে...বিস্তারিত
চট্টগ্রাম নিউজ ডটকম । : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গাজীপুরের জেলা...বিস্তারিত
কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি। : কক্সবাজারে নিজের মেয়েকে ধর্ষণের দায়ে শামশুল আলম নামের এক বাবাকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন...বিস্তারিত
চট্টগ্রাম নিউজ ডটকম । : পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, ‘পুলিশকে কেন প্রতিপক্ষ বানানো হয়? এই প্রশ্ন...বিস্তারিত
চট্টগ্রাম নিউজ ডটকম । : আমরা দেখলাম প্রেসক্লাবের সামনে একা একজন পুলিশকে পেয়ে কীভাবে পেটানো শুরু হয়েছিলো, তা সবাই...বিস্তারিত
স্টাফ রিপোর্টার । : লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় কারা কর্তৃপক্ষের কোনো গাফিলতি আছে কি-না তা তদন্ত করা হবে বলে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 Chattogram News | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited