আজ শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১ ইং
শিরোনাম
চট্টগ্রাম নিউজ ডটকম । | ০৬:০৬ পিএম, ২০২১-০২-১৫
সোনালি কাবিন খ্যাত’ কবি আল মাহমুদের ২য় মৃত্যুবার্ষিকী আজ। ২০১৯ সালের আজকের এইদিনে পৃথিবীর মায়া ত্যাগ করে তিনি না ফেরার দেশে পাড়ি দেন।
সমকালীন বাংলা ভাষার অন্যতম প্রধান এ কবি ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়ার মৌড়াইল গ্রামের মোল্লাবাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, ভ্রমণকাহিনী, আত্মজীবনীসহ বিভিন্ন বিষয়ে বহু গ্রন্থ রচনা করেছেন।
বরেণ্য এই কবির উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে- ‘সোনালী কাবিন’, ‘অদৃষ্টবাদীদের রান্নাবান্না’, ‘একচক্ষু হরিণ’, ‘মিথ্যাবাদী রাখাল’, ‘আমি দূরগামী’, ‘দ্বিতীয় ভাঙন’, ‘উড়ালকাব্য’ ইত্যাদি। ‘কাবিলের বোন’, ‘উপমহাদেশ’, ‘ডাহুকি’, ‘আগুনের মেয়ে’, ‘চতুরঙ্গ’ ইত্যাদি তার উল্লেখযোগ্য উপন্যাস। ‘পানকৌড়ির রক্ত’সহ বেশকিছু গল্পগ্রন্থও রচনা করেছেন তিনি। এ ছাড়া ‘যেভাবে বেড়ে উঠি’ তার আত্মজীবনী গ্রন্থ।
সৃজনশীল সাহিত্য রচনার জন্য অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন আল মাহমুদ। এর মধ্যে বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, ফিলিপস সাহিত্য পুরস্কার, শিশু একাডেমি (অগ্রণী ব্যাংক) পুরস্কার, কলকাতার ভানু সিংহ সম্মাননা উল্লেখযোগ্য।
ওনার সবচেয়ে জনপ্রিয় কবিতা হলো
‘সোনালি কাবিন’
সোনার দিনার নেই, দেনেমাহর চেয়ো না হরিণী
যদি নাও, দিতে পারি কাবিনবিহীন হাত দু’টি,
আত্মবিক্রয়ের স্বর্ণ কোনোকালে সঞ্চয় করিনি
আহত বিক্ষত করে চারদিকে চতুর ভ্রুকুটি;
ভালোবাসা দাও যদি আমি দেব আমার চুম্বন,
ছলনা জানি না বলে আর কোনো ব্যবসা শিখিনি;
দেহ দিলে দেহ পাবে, দেহের অধিক মূলধন
আমার তো নেই সখী, যেই পণ্যে অলংকার কিনি।
বিবসন হও যদি দেখতে পাবে আমাকে সরল
পৌরুষ আবৃত করে জলপাইয়ের পাতাও থাকবে না;
তুমি যদি খাও তবে আমাকেও দিয়ো সেই ফল
জ্ঞানে ও অজ্ঞানে দোঁহে পরস্পর হব চিরচেনা
পরাজিত নই নারী, পরাজিত হয় না কবিরা;
দারুণ আহত বটে আর্ত আজ শিরা-উপশিরা।
সোনালি কাবিনের ১ নম্বর সনেট।
নিউজ ডেস্ক, চট্টগ্রাম নিউজ। : এস.এম. মাঈন উদ্দীন রুবেল এসেছে রহমত, নাজাত, মাগফিরাত, নাজাতের মাসে খোদা বলেছেন রোজা আমার জন্য,...বিস্তারিত
চট্টগ্রাম নিউজ ডটকম । : ১লা মার্চ সোমবার। সাংবাদিক শুকলাল দাশের শুভ জন্মদিন। আজ বহু বসন্তে পার করলেন তিনি। পেশা...বিস্তারিত
চট্টগ্রাম নিউজ ডটকম । : শুকলাল দাশ তুমি বসন্ত দিনের শীতল বাতাসক খনো মায়াবী রঙের সাঁঝের আকাশ তুমি ধানসিঁড়ি নদী-অফুরান...বিস্তারিত
চট্টগ্রাম নিউজ ডটকম । : বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২০ ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী ১০ বিভাগে ১০ জন এবার বাংলা...বিস্তারিত
চট্টগ্রাম নিউজ ডটকম । : শুকলাল দাশ: জীবনের কতো কতো সেই দিনগুলো কবে ফেলে আসা কতো মান-অভিমান-খুনসুটি-লুকোছাপা কতো...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক। : শুকলাল দাশ: ফেলে আসা পাঠশালারই দিন ভেবে ভেবে খেই হারিয়ে ফেলা হারিয়ে গেছে স্বপ্ন রঙিন বেলা বন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 Chattogram News | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited