আজ বুধবার, ৩ মার্চ ২০২১ ইং
শিরোনাম
নিজস্ব প্রতিবেদক। | ০২:০৮ পিএম, ২০২১-০২-০৫
চাল, ডাল, চিনি ও ভোজ্য তেলের বাজারে অস্বস্তি কাটেনি। এর মধ্যে বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। এ সপ্তাহে পেঁয়াজ, রসুন ও আদার দাম বেড়েছে কেজিতে পাঁচ থেকে ১০ টাকা।
বিক্রেতারা বলছেন, কুয়াশার কারণে পণ্যবোঝাই গাড়ি আসতে কিছুটা সমস্যা হচ্ছে, তাই বাজারে পেঁয়াজসহ কয়েকটি পণ্যের সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। তবে বাজার ঘুরে পেঁয়াজ ও রসুনের তেমন ঘাটতি চোখে পড়েনি। সবজির বাজারে স্বস্তি থাকলেও বাজারভেদে দামে বেশ পার্থক্য দেখা গেছে।
এছাড়া বেড়েই চলেছে সয়াবিন তেলের দাম। বিরতী দিয়ে বস্তা প্রতি চালের দাম বেড়েছে আরেক দফা। কারণ জানা নেই পাইকার থেকে খুচরা ব্যবসায়ী কারোরই। চালের বাজার নিয়ন্ত্রণে আনতে বিদেশ থেকে বেসরকারীভাবে চাল আমদানীর সিদ্ধান্ত নিয়েছিলো সরকার। আমদানী করাও হয়েছে ইতিমধ্যে।
কিন্তু আমদানী করা চাল দেশি চালের দামের কাছাকাছি হওয়ায় প্রভাব পরেনি বরং আরো বেড়েছে। এতে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। দোকানীর সাথে তর্কেও লিপ্ত হচ্ছেন কোন কোন ক্রেতা।
দুই মাসের বেশি সময় ধরে অস্থির অবস্থা বিরাজ করছে সয়াবিন তেলের বাজারে। এক সপ্তাহের ব্যবধানে লিটার প্রতি আরেক দফা দাম বেড়েছে সয়াবিনের পাইকারি থেকে খুচরা বাজারে। সেই সাথে বেড়েছে আটা ময়দার দামও।
নিয়ন্ত্রণে নেই পেঁয়াজের বাজারেও। কেজি প্রতি দেশি পেঁয়াজ খুচরা বাজারে বিক্রি হচ্ছে পাঁচ থেকে ১০ বেশি দামে। বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় গত সপ্তাহে প্রতি কেজি ৩০ টাকায় বিক্রি হওয়া দেশি পেঁয়াজ এক লাফে উঠেছে ৪০ টাকায়। আলুর দামও কেজি প্রতি বেড়েছে তিন টাকা পর্যন্ত।
ব্রয়লার মুরগির দাম ২০ টাকা এবং পাকিস্তানী কক কেজি প্রতি চল্লিশ টাকা পর্যন্ত বেড়েছে। ডিমের দামেও বাড়তি দিকে। গত সপ্তাহে ৮৫ টাকা ডজন দরে বিক্রি হওয়া ফার্মের মুরগির ডিম ক্ষেত্র বিশেষে একশ’ টাকায় বিক্রি হচ্ছে।
শীতের সবজির পর্যাপ্ত সরবরাহে বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও এর দর বাড়তে শুরু করেছে আচমকা। গাজর, ফুলকপি, বাধাকপি ছাড়া প্রায় প্রতিটি সবজির দাম কেজিতে সর্বোচ্চ ২০ টাকা পর্যন্ত বেড়েছে।
বেশিরভাগ ক্ষেত্রেই আচমকা এই দর বাড়ার প্রবণতার সঠিক কারণ জানা নেই বলে প্রতিক্রিয়া দিয়েছেন বেশিরভাগ দোকানী। দর বৃদ্ধির জন্য এসব পণ্যের উৎসস্থলে দাম বাড়ানো এবং মজুতদারদের কারসাজিকে দোষ দিয়েছেন কোন কোন খুচরা বিক্রেতারা।
চট্টগ্রাম নিউজ ডটকম । : করোনায় আক্রান্ত হয়ে দেশে গেল ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে করোনায় মোট ৮ হাজার ৪২৮ জনের...বিস্তারিত
চট্টগ্রাম নিউজ ডটকম । : বিশ্ব বন্যপ্রাণী দিবস আজ। ২০১৩ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘের ৬৮তম সাধারণ অধিবেশনে ৩ মার্চকে বিশ্ব...বিস্তারিত
চট্টগ্রাম নিউজ ডটকম । : বাজারে স্বর্ণের দাম কখনও বাড়ে কখনও কমে। সেজন্য স্বর্ণের দাম নিয়ে মানুষ প্রতিনিয়ত চিন্তায় থাকেন।...বিস্তারিত
চট্টগ্রাম নিউজ ডটকম । : স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের তালিকায় নাম লেখানোয় বাংলাদেশ যে কৃতিত্ব অর্জন করেছে তা...বিস্তারিত
চট্টগ্রাম নিউজ ডটকম । : আজ মঙ্গলবার (২ মার্চ) জাতীয় ভোটার দিবস। দেশে তৃতীয়বারের মতো দিবসটি পালিত হতে যাচ্ছে। এ উপলক্ষে...বিস্তারিত
চট্টগ্রাম নিউজ ডটকম । : চলতি মাসে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। এছাড়াও বজ্র-শিলাবৃষ্টির সঙ্গে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 Chattogram News | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited