আজ বুধবার, ২৭ জানুয়ারী ২০২১ ইং
শিরোনাম
কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি। | ১০:৪২ পিএম, ২০২১-০১-১৩
কক্সবাজারের চকরিয়ার বদরখালী বাজারে অবৈধভাবে দখলকৃত জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের নেতৃত্বে সড়ক ও জনপথ বিভাগ। এ সময় ১০ একর জমি উদ্ধার করা হয়।
তবে উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনাও ঘটেছে। এতে সড়ক ও জনপথ বিভাগের তিনজন লেবার আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত চকরিয়ার উপকূলীয় এলাকা বদরখালী বাজারে এ অভিযান চালানো হয়েছে।
সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী রাফিজদিন মঞ্জুর বলেন, দীর্ঘদিন ধরে বদরখালী বাজারের কিছু ব্যবসায়ী অবৈধভাবে সড়ক ও জনপথ বিভাগের জমির উপর দোকান নির্মাণ করে ব্যবসা চালাচ্ছিল। চকরিয়া-বদরখালী সড়ক প্রশস্ত করার লক্ষ্যে ব্যবসায়ীদের জমি ছেড়ে দিতে বলা হয়। এজন্য মঙ্গলবার মাইকিং করে বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়।
চকরিয়া উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো.সাখাওয়াত হোসেনে নেতৃত্বে বুধবার সকালে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। অভিযানের এক পর্যায়ে বাজারে অবস্থিত বনফুল ও জামান হোটেলের সামনে আসলে লেবারদের সঙ্গে ব্যবসায়ীদের বাকবিতণ্ডা হয়। এ সময় ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
এ সময় তিনজন লেবার সামান্য আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পরে বদরখালী পুলিশ ফাঁড়ির আইসি মোশারফ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
তিনি আরও বলেন, এ ঘটনায় সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্ততি চলছে।
বদরখালী পুলিশ ফাঁড়ির আইসি মোশারফ হোসেন বলেন, সড়ক ও জনপথ বিভাগের অবৈধ দখলকৃত জমি উদ্ধার করতে গিয়ে কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে বাকবিতণ্ডা শুরু হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সড়ক ও জনপথ বিভাগের তিনজন লেবার আহত হয়েছেন বলে শুনেছি। সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সড়ক ও জনপথ বিভাগের কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, অভিযানের ফলে সড়ক ও জনপথ বিভাগ আনুমানিক দেড় শতাধিক দোকান উচ্ছেদ করেছে। যার পরিমাণ ১০ একর। অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি। : কক্সবাজার জেলা সদর হাসপাতালে মহেশখালীর দম্পতির চার'পা তিন হাত বিশিষ্ট এক শিশু জন্ম হয়েছে। ...বিস্তারিত
কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি। : কক্সবাজার সদরের ঈদগাঁওতে দেশীয় শষা চাষে ভাগ্যে বদলে গেলেন কৃষক জাফর আলমের। বিশেষ করে, শীতকালীন...বিস্তারিত
কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি। : কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের চেয়ারম্যান এম ডি শাহ আলমের বিরুদ্ধে আনিত মিথ্যা...বিস্তারিত
কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি। : কক্সবাজারের উখিয়ার অস্ত্রধারী দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় মোহাম্মদ জাবেদ (১৯)...বিস্তারিত
কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি। : নাইক্ষ্যংছড়ির বাইশারী থেকে বালুবাহী ট্রাকে অভিযান চালিয়ে অস্ত্র সহ ৩ ব্যক্তিকে আটক করেছে ১১...বিস্তারিত
কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি। : উখিয়ার কুতুপালং ৭ নং ক্যাম্পে সিআইসি জেপি দেওয়ান এক অভিযান পরিচালনা করে একটি ঔষধের দোকান থেকে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 Chattogram News | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited