আজ শনিবার, ২৩ জানুয়ারী ২০২১ ইং
শিরোনাম
রিয়াদ হোসেন, আনোয়ারা প্রতিনিধি। | ০৩:৪৬ পিএম, ২০২১-০১-১৩
দরদাতাদের নানা অনিয়ম আর অভিযোগের প্রেক্ষিতে অবশেষে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) এর কালুরঘাট ওয়াটার ইনটেক স্টেশনের আপ-স্ট্রীপ হতে ‘মিঠা পানি’ সরবরাহের দরপত্র খোলার আগ মুহুর্তে ফের বাতিল হয়ে গেছে।
দরদাতাদের অনেকের অভিযোগ দীর্ঘ ৬ বছর ধরে একটি প্রতিষ্ঠানকে কাজ দিতে কারসাজি ও গোজামিলের আশ্রয় নিয়েছেন সিইউএফএল’ র শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। বিষয়টি জানাজানি হওয়ার পর দরদাতা ও শ্রমিক-কর্মচারীদের মধ্যে ক্ষোভ-উত্তেজনা বিরাজ করতে থাকায় দ্বিতীয় দফায় দরপত্রও বাতিল করতে বাধ্য হয় কতৃপক্ষ।
এ অবস্থায় সিবিএ নেতা ও টেন্ডার কমিটির সঙ্গে দফায় দফায় বৈঠকে বসে ব্যবস্থাপনা পরিচালক। ডাকা হয় পুলিশ। এক পর্যায়ে দরপত্র বাতিলের দাবিতে দরদাতারা ব্যবস্থাপনা পরিচালকের কক্ষে অনড় অবস্থান নেয়। অবস্থা বেগতিক দেখে ব্যবস্থাপনা পরিচালক দরপত্রের আর্থিক প্রস্তাব না খুলে দরপত্র বাতিল করার ঘোষণা দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
সূত্র জানায়, গত ৬ জানুয়ারি ২০২১ বেলা সাড়ে ১১ টায় দরপত্র গ্রহণ শেষে দুপুর আড়াইটায় সিইউএফ’এর রাঙ্গাদিয়ায় মহাব্যবস্থাপক (বানিজ্যিক) এর দপ্তরে দরপত্র খেলার কথা কথা। নির্ধারিত সময়ে রহস্যজনকভাবে কারিগরী প্রস্তাব খোলা হলেও আর্থিক প্রস্তাব খোলা হয়নি। উপস্থিত দরদাতাদের বলা হয় পরবর্তীতে টেলিফোনে ও ইমেলে কারিগরী প্রস্তাব উর্ত্তীণদের পরে জানানো হবে এতে দরপত্রে অংশগ্রহণকারিদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। এক সপ্তাহ পর গত ১২ জানুয়ারি আর্থিক প্রস্তাব খোলার জন্য দরদাতাদের ডাকা হয়। কিন্তু আগের দিন একই ব্যক্তির তিনটি প্রতিষ্ঠানের নামে দাখিল করা সিন্ডিকেটের প্রতিষ্ঠানই সর্বনিম্ম দরদাতা হয়েছেন বলে দাবি করা হয়। এটি এককান দু’কান করে দ্রুত দরদাতা এবং সিইউএফএল’র শ্রমিক-কর্মচারীদের মধ্য ভাইরাল হয়ে যায়। ফলে দরপত্র বাতিলের দাবি করতে থাকে অন্য দরদাতারা।
দরদাতারা অভিযোগ করেন, বছরের বছর চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে একটি সিন্ডিকেটই পানি সরবরাহ করে আসছে। শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠানে মিটা পানি সরবরাহের অভিজ্ঞতা রয়েছে এমন প্রতিষ্ঠানের আর্থিক প্রস্তাব খোলা হবে এমন শর্ত জুড়ে দেয়া হয়েছিল।
বিষয়টি শিল্প মন্ত্রণালয়ে শীর্ষ পর্যায়ে জানানো হলে প্রথম দফা দরপত্র বাতিল করা হয়। সরকারি, আধা সরকারি স্বায়ত্তশাসিত ও স্বনামধন্য বেসরকারি প্রতিষ্ঠানে পানি সরবরাহ করতে পারবে যুক্ত করে দ্বিতীয় দফা দরপত্র আহবান করা হয়। কিন্তু দ্বিতীয় দরপত্রেও নানা সাংঘর্ষিক শর্ত রয়েছে। এর অন্যতম দরপত্রের ৩.০ দফা এর ঝ।
এতে উল্লেখ করা হয়েছে দৈনিক ১৫০০০-১৬০০০ মেট্রিক টন মিঠা পানি সরবরাহ করার জন্য প্রয়োজনীয় সংখ্যক বার্জসহ যাবতীয় সরঞ্জামের ব্যবস্থা গ্রহণের মাধ্যমে র-ওয়াটার বেসিনে সরবরাহ কাজ শুরু হবে মর্মে অঙ্গীকারনামা প্রদান করতে হবে।
ফাঁকিটা এখানেই, অভিযোগ প্রকৃত সরবরাহকারিদের। বিশেষ প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার জন্য বার্জ এর রেজিস্টেশন সার্টিফিকেট ও হাল নাগাদ সার্ভে সাটিফিকেট চাওয়া হয়নি!
এ ব্যাপারে সিইউএফএল’এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহম বলেন, দরদাতাদের সর্বসম্মত সিদ্ধান্তে মিটা পানি সরবরাহের আর্থিক প্রস্তাব না খুলে দ্বিতীয় দফা আহ্বান করা দরপত্র বাতিল করা হয়েছে। তৃতীয় দফা দরপত্রে যাতে প্রকৃত সরবরাহকারিরাই অংশগ্রহণ করতে পারে, কেউ যেন আপত্তি করতে না পারে সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হবে।
নিজস্ব প্রতিবেদক। : আনোয়ারা উপজেলার ৭ নং সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সর্দার পাড়াস্থ শ্রী শ্রী লোকনাথ মন্দির ও স্বামী...বিস্তারিত
মো. জয়নাল, বোয়ালখালী প্রতিনিধি। : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’...বিস্তারিত
মো. জয়নাল, বোয়ালখালী প্রতিনিধি। : বোয়ালখালীতে এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হবে আগামী শনিবার। বৃহস্পতিবার (২১...বিস্তারিত
মো.আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ প্রতিনিধি। : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ...বিস্তারিত
মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া প্রতিনিধি। : চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সরফভাটায় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের পরিবারের আত্মপ্রকাশ ও...বিস্তারিত
স্টাফ রিপোর্টার । : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলাতে পরিমাপে কারচুপি ও অনুমতি ছাড়া লোগো ব্যবহার করায় দুই প্রতিষ্ঠানকে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 Chattogram News | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited