আজ বুধবার, ২৭ জানুয়ারী ২০২১ ইং
শিরোনাম
চট্টগ্রাম নিউজ ডটকম । | ১১:৫৭ পিএম, ২০২১-০১-১০
শুকলাল দাশ:
জীবনের কতো কতো সেই দিনগুলো কবে ফেলে আসা
কতো মান-অভিমান-খুনসুটি-লুকোছাপা কতো ভালোবাসা।
স্মৃতির পাতা শুধু উল্টাই-বার বার ফিরে দেখা-
চেনাজানা মুখ কতো দূরে-আহা-আমি আজ শুধু একা।
সময় ফুরোয়-জীবন এগোয়-তবু ডেকে যায় কারা
একলা দুপুর-নিঝুম নিশীথে কারা দেয় দোরে নাড়া!
কতো কাল পরে-কাকে কাকে দেখা-কতো স্মৃতি মনে পড়া।হিসাব করিনি-কতো দিন গেছে-বকুলের কতো ঝরা।
স্মৃতির পাতা আজ-দুলে দুলে ওঠে কতো কতো নাম হয় পাঠ চোখের পাতায় ভাসে ৯৪’এ পটিয়া কলেজের চেনাজানা পথঘাট।
কতো কতো মুখ-মনে পড়ে-যায়, মনে-মনে হয় কতো কথা বুকের ভেতর বাজে, বলা না বলার নিদারুণ আকুলতা।
সে কাকে হারানো-সে কাকে পাওয়া-কারা দূর-বহুদূরে-
হিসাব মেলাতে-হিসাব মিলে না-আমি আছি ভাঙচুরে।
আবচার-মিঠু-রাজীব-মোহিত-রানাকে আজো মনে পড়ে শুধু
হামিদ-কালাম-গোফরান রানা-স্মৃতিভরা বুক আজ ধূসর ধূ ধূ।
রেহেনা লাকী-মৌসুমী-শিমু-তনিমা-শিপ্রা-ফাতেমা ও রমা
কখনো হয়নি বলা ভালোবেসে-চুপিচুপি তুমি অনুপমা।
চাওয়া পাওয়ার মাঝে কেটে গেছে আহা কতো দিন
সে সময়গুলো ছিলো আহা কতো না মধুর রঙিন।
ওয়াসীম-মান্নান-তালেব-বেলাল-ইমতিয়াজ-নূপুর-মিটন-সুজন
কী জীবন ফেলে আসা আজো খুঁজে ফিরি-আহা অনুক্ষণ।
কোথায় আজ চেনা কলেজের-রিখা-মইনুল-উৎপল-চঞ্চল
স্মৃতি হাতড়াই-হয়না ছোঁয়া নেমে আসে চোখে জল।
লুৎফুন নাহার-মুন্নাশ্রী-লাকী-আজো কি সেই সব দিন মনে পড়ে! কী সুখ-স্বপ্ন-উচ্ছ্বাস নিয়ে আঁকিবুকি জীবনের সেই খেলাঘরে।
উজ্জ্বল-রতন-সুরঞ্জিত-বাসুদেব-সন্তোষ-আজকে কোথায় তোদের বাস চেনা পৃথিবী বদলে গেছে আমরা সবাই অসহায়-নিয়তির দাস।
আশীষ-জসীম-জিল্লুর-জাহাঙ্গীর আজো আছো স্মৃতিপটে চেনা বাকী আছে না বলা কতো কথামালা হিসাবের খাতা ভরা দেনা।
সজল-নাজিম-মোজাম্মেল-নয়ন-অমিতোষ-শাহজাহান
কান পাতো শুনবে ঠিক ঠিক ফেলে আসা কতো গান।
মনজু-অমিয়-প্রদ্যুৎ-টিপু -হারুণ-রূপন- কাজী আলম-শওকত
আজ কতো দূরে সরে গেছে আমাদের সেই চেনা জানা সব পথ।
কে কোথায় আজ নিপুল-রাজেশ-সজল-তাপস-পিয়ারু-দীপংকর আহা কতো দিন গেছে তুলেছি সবাই তর্ক-বিতর্ক-ঝড়।
নুরুল আলম-মোরশেদ-আনোয়ার-তৌহিদ-হারুণ-শিমুল
ভাবনায় আজ শুধু কাছে আসে তারা-মোটেও হয় না ভুল।
ফজলুল-খোরশেদ-শান্তনু-এনামুল-লিটন-সুমন-সোহেল-পলাশ
আহা আজ কতোদূরে-সে কোন ভুবনে-আমাদের বসবাস
আজ সারাদিন কথা-কাকলিতে কেটে যাক সারাবেলা
চলমান এই জীবনের আজ চুকে যাক মেলা খেলা।
আজ মনে পড়ে সেই সব দিনের কতো কতো প্রিয় মুখ
সেই সোনালী দিনে ফিরে যেতে আহা হয়ে আছি উন্মুখ।
চট্টগ্রাম নিউজ ডটকম । : বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২০ ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী ১০ বিভাগে ১০ জন এবার বাংলা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক। : শুকলাল দাশ: ফেলে আসা পাঠশালারই দিন ভেবে ভেবে খেই হারিয়ে ফেলা হারিয়ে গেছে স্বপ্ন রঙিন বেলা বন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক। : বিশ্বের অন্যতম শীর্ষ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক। : সব্যসাচী টিটু: ঝোপঝাড়ের ভেতর ভালো করে লক্ষ্য না করলে বোঝার উপায় নেই এটি একটি সমাধি। সাদামাটা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক। : সব্যসাচী টিটু: ১৬ই ডিসেম্বর ১৯৭১। রেসকোর্স ময়দানে অনেকটা তড়িঘড়ি করেই আয়োজন করা হয় আত্মসমর্পণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক। : সব্যসাচী টিটু : ১২ই ডিসেম্বর ১৯৭১ সাল। শীত জাঁকিয়ে বসেছে। আর্মি সদর দফতরের পূবের বারান্দায় বসে,...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 Chattogram News | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited