‘খরচ মেটাতে’ বন্দরের কাছে ‘চার্জ’ চায় চসিক

শেয়ার

চট্টগ্রাম নগরীর কার্যক্রম পরিচালনার খরচ যোগাতে বন্দরের কাছ থেকে চার্জ আদায়ের পরিকল্পনা করছে সিটি করপোরেশন। এজন্য মন্ত্রণালয়ে প্রস্তাবও পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী।

জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে রোববার এক অনুষ্ঠানে তিনি বলেন, সিটি করপোরেশন যে রাস্তাগুলো বানায়, বন্দরের ভারী গাড়ি চলার কারণে শহরের সে রাস্তাগুলো ক্ষতিগ্রস্ত হয়।

এজন্য যোগাযোগ ব্যবস্থাকে সচল রাখতে বন্দরের কাছ থেকে চার্জ আদায়ের বিষয়ে মন্ত্রণালয়ে প্রস্তাব করেছি। আমাদের রাজস্ব আয়ের উপর ভিত্তি করে শিক্ষা ও স্বাস্থ্যখাতকেও এগিয়ে নিচ্ছি।

আধুনিকায়ন করা হচ্ছে নগরীর বর্জ্য ব্যবস্থাপনা। হোল্ডিং ট্যাক্সকে যথাযথকরণ করে সহনীয় পর্যায়ে কর আদায় করা হচ্ছে। সার্বিকভাবে নানন্দিক চট্টগ্রাম গড়তে কাজ করছি আমরা।

অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলও বন্দরের কাছ থেকে চার্জ আদায়ের ব্যাপারে একই মত ব্যক্ত করেন। আর্থিক সক্ষমতা বাড়াতে রাজস্ব খাতে বৈচিত্র্য আনার কথা জানিয়ে তিনি বলেন, চট্টগ্রামে ঢাকার মত শক্তিশালী মধ্যবিত্ত শ্রেণি নেই৷

এজন্য আর্থিক সক্ষমতা বাড়াতে রাজস্ব খাতে বৈচিত্র্য আনতে হবে। বিশেষ করে বন্দরের আয়ের একটি অংশ চসিক পেলে চট্টগ্রামের উন্নয়ন কার্যক্রম আরও প্রসারিত হবে।

জনসেবা বাড়াতে, সিসিসির অভিযোগ সুরাহা ও নিষ্পত্তির জন্য পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। জনগণের অর্থ জনস্বার্থে ব্যয় হচ্ছে কি না, তা নিশ্চিতে জনপ্রতিনিধিদের মনিটরিং বাড়াতে হবে।

স্থানীয় সরকার দিবস উদযাপনে এদিন নগরীরর লালদিঘী মাঠ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়, পরে সেটি থিয়েটার ইন্সটিটিউটে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে সেরা করদাতাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ

আজারবাইজানের সঙ্গে কোনো চুক্তি হয়নি, বলছে কারাবাখের আর্মেনীয়রা

নাগোরনো-কারাবাখের আর্মেনীয় নেতারা জানিয়েছেন, নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে আজারবাইজানের কর্তৃপক্ষের সঙ্গে

পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে ইমার্জেন্সি মুডে বঙ্গবন্ধু টানেলে পরীক্ষামূলক ট্রায়াল আজ

কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বহুল কাঙ্ক্ষিত বঙ্গবন্ধু টানেলে পরীক্ষামূলক গাড়ি

আজারবাইজানের সঙ্গে কোনো চুক্তি হয়নি, বলছে কারাবাখের আর্মেনীয়রা

নাগোরনো-কারাবাখের আর্মেনীয় নেতারা জানিয়েছেন, নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে আজারবাইজানের কর্তৃপক্ষের সঙ্গে

পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে ইমার্জেন্সি মুডে বঙ্গবন্ধু টানেলে পরীক্ষামূলক ট্রায়াল আজ

কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বহুল কাঙ্ক্ষিত বঙ্গবন্ধু টানেলে পরীক্ষামূলক গাড়ি