আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীটির মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
আজ বুধবার দুপুরে হবিগঞ্জের আজমিরীগঞ্জ থানার কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পুলিশ প্রধান বলেন, পুলিশের জনবল ও সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ সম্পূর্ণ নিয়ন্ত্রণে। যখনই তারা মাথাচাড়া দিয়েছে উঠার চেষ্টা করেছে, তখনই পুলিশ আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়েছে।
আগামী জাতীয় নির্বাচনের জন্য পুলিশ প্রস্তুত রয়েছে। নির্বাচনী কাজে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ বাহিনী কাজ করবে।
থানা পরিদর্শনের সময় সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান ও হবিগঞ্জ পুলিশ সুপার এস এম মুরাদ আলি উপস্থিত ছিলেন।