চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় এক ব্যক্তিকে গুলি করার অপরাধে মোঃ আবু বক্কর নামের এক আসামিকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড রায় ঘোষণা করেছেন আদালত।
সোমবার (২৮ আগস্ট) বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মোঃ রবিউল ইসলাম এ রায়ের আদেশ দেন।
আসামী মোঃ আবু বক্কর, বাকলিয়া থানাধীন দক্ষিণ বাকলিয়া, হাজী আমিনুর রহমান রোডের মৃত আবু জাফরের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০০১ সালের ৫ ফেব্রুয়ারী আসামী আবু বক্কর ওই এলাকার নুরুর রহমানের ছেলে মঈনুদ্দিন নূর তারেককে গুলি করিয়া আহত করে। পরে ওই ঘটনায় মামলা দায়ের করলে আদালত দীর্ঘ ২২ বছর পর শুনানি শেষে আসামীকে দোষী সাব্যস্থ করে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০’ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ডের আদেশ প্রদান করেন। এসময় উপস্থিত আসামীকে সাজা পরোয়ানা মূলে কারাগারে প্রেরণ করা হয়।