সোমবার, ২ ডিসেম্বর ২০২৪

মহসিনের জলবিদ্যুৎ প্রকল্পে আলোর মুখ দেখবে দুর্গম থানচির নকতৌহা পাড়া

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

পানির স্রোতে জ্বলবে বিদ্যুৎ,আলোয় আলোকিত হবে দুর্গম পাহাড়ি গ্রাম।এমনি এক স্বপ্ন নিয়ে আবিষ্কারের নেষায় মহসিন ছুটে গেছে থানচি সদরের দুর্গম গ্রাম নকতৌহা পাড়ায়।

পার্বত্য বান্দরবানের দুর্গম থানচি উপজেলা,বর্তমান সরকারের উন্নয়নের ছোয়া পড়েছে এই দুর্গম এলাকায় বসবাসকারী জনসাধারণের জীবনধারায়।এখন এই জনপদের অনেক দুর্গম এলাকাও সোলার হোম সিস্টেম এর আলোয় আলোকিত হয়েছ।তবে রক্ষণাবেক্ষণের দিক থেকে এক বছর যেতে না যেতেই অনেকের সোলার মেশিন অকেজো হয়ে পড়ে।

বান্দরবানের থানচি উপজেলা সদর হতে আধা কিলোমিটার পিচের রাস্তা শেষ করে পায়ে হাটা ৪৫ মিনিটের পাহাড়ি ব্রিক সলিং এর রাস্তা শেষ হয়ে পৌছানো যাবে দুর্গম নকতৌহা পাড়ায়।

এখানে বসবাসকারী ৪৫টি পরিবারের জনসাধারণের সংখ্যা প্রায় ৫০০ জনের মতো।

#কোন প্রকার জ্বালানির ব্যবহার ছাড়াই মেশিন চলবে।

# একবার মেশিন স্থাপনের পর চলবে ২০ বছরেরো অধিক।

# বাংলাদেশে প্রথম আবিষ্কার লো-আরপিএম-অলটারনেটর

সরজমিনে গিয়ে দেখা যায় ১ বছর আগে নিজের ব্যক্তি উদ্যোগে নিজের আবিস্কার প্রাথমিক ভাবে পরিক্ষার স্বপ্ন বাস্তবায়নের জন্য থানচি ৩নং সদর ইউপির সাবেক চেয়ারম্যান মাংসার ম্রো এর পরামর্শে দুর্গম নকতৌহা পাড়ার প্রাচিন ক্যক ছুং ঝিরি এলাকার একটি জলপ্রপাত ঝর্ণায় কাজ শুরু করে মোঃ মহসিন।নিজের অর্থ ব্যয় করে অতি কস্টসাধ্য দুর্গম এলাকায় প্লান্ট স্থাপনের মেশিনারি যন্ত্রপাতি ও পানির বাধ নির্মাণের জন্য কনস্ট্রাকশন সামগ্রী নিয়ে যান।স্থানীয়দের সহযোগিতা পাওয়া প্রথমে সহজ না হলেও পরে আবিস্কারের উপকারীতা বুঝতে পেরে পাড়া কারবারি সহ স্থানীয়রা বৈঠক করে সকলকে এর সুফলতা বোঝাতে সক্ষম হয় পরে এগিয়ে আসে মহসিনের এই আবিষ্কারকে বাস্তবে রূপ দিতে সার্বিক সহযোগিতায়।

চট্টগ্রামের বাসিন্দা মোঃ মহসিন, পেশায় একজন মেশিনারি টেকনিশিয়ান,কাজের ফাকে ফাকে নিজের মনে ইচ্ছে হয় প্রত্যন্ত অঞ্চলের পাহাড়ে বসবাসকারী জনসাধারণের ঘরে ঘরে কম খরচে বিদ্যুৎ পৌছে দেয়া।তার এই ইচ্ছে থেকেই তিনি গবেষণা করে তৈরি করেন লো-আরপিএম-অলটারনেটর।এই মেশিন জলবিদ্যুৎ উৎপাদনের জন্য কম শক্তির ব্যবহার করে কিভাবে প্রবাহমান পানি পাইপ লাইনের মাধ্যমে ওয়াটার হুইলে প্রবেশের পর লো-আরপিএম-অলটারনেটর মেশিনের মাধ্যমে ওয়াটার হুইল ঘুর্ননের পর বিদ্যুৎ উৎপাদন হবে।

এই অল্টারনেটর মেশিনের মাধ্যমেই মূলত ওয়াটার হুইল টি ধির গতিতে ঘুরার পরেও তা থেকে বিদ্যুৎ উৎপাদন হয় এবং সেই বিদ্যুৎ বাসস্থানে টিভি,ফ্রিজ,ফ্যান চালানোর পাশাপাশি কৃষি কাজে ব্যবহৃত ধান মাড়াই মেশিন চালানো যাবে।

মহসিন বলেন তার এই আবিষ্কার পরীক্ষামূলকভাবে দেখার জন্য থানচি ৩নং সদর ইউপির সাবেক চেয়ারম্যান মাংসার ম্রো এর সহযোগিতা কামনা করেন,এবং সাবেক চেয়ারম্যানের পরামর্শে নকতৌহা পাড়া ক্যক ছুং ঝিরিতে তার আবিস্কার এর পরীক্ষামূলকভাবে কার্যক্রমে তিনি সফল হন।

সরজমিনে ৩নং থানচি সদর উপজেলার ১নং ওয়ার্ড নকতৌহা পাড়ায় মহসিনের জলবিদ্যুৎ প্রকল্প দেখতে গিয়ে দেখে যায় পাহাড়ের মাঝে প্রবাহমান ঝিরিতে দুই ফুট উচ্চতায় তিনি একটি বাদ দিয়েছেন ঝিরির পানি আটকে রাখার জন্য।ঝিরির পানি বাধে এসে জমা হতে থাকে সেই পানি একটি নির্দিষ্ট উচ্চতায় জমা হওয়ার পর তা পাইপ লাইনে মাধ্যমে অপর দিক দিয়ে ঘুরে এসে পড়ে ওয়াটার হুইলে,ওয়াটার হুইল ঘোরার সাথে সাথে তা ঘুরাতে শুরু করে লো আরপিএম অল্টারনেটর কে ঠিক তখনে জ্বলে উঠলো আলো।আলো জ্বলার সাথে সাথে মহসিন ও পাড়াবাসিরদের আনন্দ ও আমাদেরো বিশ্বাস হলো এই প্রবাহমান ঝিরির পানি আটকে বিদ্যুৎ উৎপাদনের জন্য আরো ভালো পদক্ষেপ গ্রহন করতে পারবেন মহসিন।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা রেমন ত্রিপুরা বলেন মহসিনের এই জলবিদ্যুৎ আবিস্কার আমাদের গ্রামের মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ,আমরা পাড়াবাসী সকলেই এখন তার কাজটাকে এগিয়ে নিতে সহযোগিতা করছি,কারন তিনি নিজের টাকা খরচ করে এই দুর্গম এলাকার মানুষের জন্য কস্ট করছেন। তার সাথে একমত স্থানীয় বাসিন্দা ক্লেমেন ত্রিপুরা,সত্য রাম ত্রিপুরা।

থানচি সদর ইউপির ১নং ওয়ার্ড সদস্য ডেবিট ত্রিপুরা বলেন আমরা আমরা আনন্দিত যে মহসিন ভাই তার আবিস্কারে সার্থক হয়েছে,যদি সরকারি ভাবে পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা করা হয় তাহলে এই গ্রামে বসবাসকারী স্থানীয় জনসাধারণ এর সুফল পাবে।

থানচি সদর উপজেলা চেয়ারম্যান অং প্রু ম্রো বলেন মহসিনের এই জলবিদ্যুৎ উৎপাদনের এই উদ্যোগে আমি ব্যক্তগতভাবে তাকে সহযোগিতা করেছি,আমি আশাবাদী তার এই আবিস্কারে সরকারি ভাবে সহযোগীতা করা হলে দুর্গম নকতৌহা পাড়াবাসী অন্ধকার থেকে আলোর মুখ দেখবে।

ব্যক্তি উদ্যোগে মহসিনের জলবিদ্যুতের প্রকল্পের সফতার বিষয়ে কথা হয় মহসিনের সাথে,তিনি বলেন আমার কোন স্বার্থ নেই এখানে,আমি চাই দুর্গম এলাকায় বসবাসকারী জনসাধারণ বিদ্যুতের সুফল ভোগ করুক,এই পর্যন্ত আমি নিজের খরচেই সব করেছি।পাড়ায় বসবাসকারী ৪৫টি পরিবারের সকলে এখান থেকে ১২ মাস নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা পাবে।এই মেশিন স্থাপনে ব্যয় হবে ৩০-৪০ লক্ষ টাকা,যা একবার স্থাপন করলে শুধু মাত্র মেশিন পরিচালনার জন্য একজন রাখলে, আগামী ২০ বছর অনায়াসে ব্যবহার করতে পারবে কোন রূপ জ্বালানীর ব্যবহার ছাড়াই।

তিনি জানান বর্তমানে যদি তার এই প্রকল্পটি সঠিক ইন্জিনিয়ার দিয়ে পারিপার্শ্বিক পরিবেশ,ঝিরির পানি প্রবাহের গতিবেগ নিয়ন্ত্রণে আরো পরিক্ষা করে ঝিরির বাধের ডিজাইন করে জলবিদ্যুৎ এর মেশিন বসানো হয় তাহলে আরো সফলতা আসবে।শেষ কথায় তিনি জানান তিনি শতভাগ আশাবাদী তার এই আবিস্কৃত প্রকল্পটি দুর্গম এলাকায় বসবাসকারী জনসাধারণের জন্য একটি মূখ্য আবিষ্কার।পরবর্তীতে সরকার চাইলে যা বানিজ্যিকভাবেও বিদ্যুৎ উৎপাদনে অবদান রাখতে পারবে।

সর্বশেষ

চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের বিদায় ও বরণ অনুষ্ঠান

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ তোফায়েল ইসলামের বদলীজনিত...

চট্টগ্রামে আর ভি মিন সন্ধানী জাহাজ পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত...

চকরিয়ায় পুলিশের অভিযানে আটক- ৫ 

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের অভিযানে ৫ জনকে আসামীকে আটক...

কর্ণফুলীতে ফেসবুকে ফেক অ্যাকাউন্ট খুলে অপপ্রচারে হুমকি, থানায় জিডি

কর্ণফুলীতে মো. নুরুল আলী (৩৭) নামে এক যুবকের বিরুদ্ধে...

কর্ণফুলীতে যৌথ বাহিনীর অভিযানে ইউপি সদস্য সেলিমসহ গ্রেপ্তার ২

কর্ণফুলীর জুলধা এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ইউপি সদস্যসহ দুই...

ভারতীয় প্রোপাগান্ডার প্রতিবাদে হেফাজত ইসলামের স্মারকলিপি প্রদান

বাংলাদেশ সম্পর্কে ভারতীয় মিডিয়া ও রাজনীতিবিদদের অপপ্রচার ও অযাচিত...

আরও পড়ুন

বিলাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৭ তম বর্ষপূর্তি পালিত

পার্বত্য চুক্তি বিরোধী ও জুুন্ম স্বার্থ পরিপন্থী সকল যড়যন্ত্র প্রতিহত করুন। এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলন জোরদার করার লক্ষে বিলাইছড়িতে ২৭ তম...

ওয়াগ্গা জোনের চিৎমরমে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইন

পার্বত্য শান্তি চুক্তির ২৭তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গাছড়া জোন ও কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর উদ্যোগে স্থানীয় গরীব, দুঃস্থ ও অসহায়...

কাপ্তাই জাতীয় উদ্যানে বার্মিজ অজগর সাপ অবমুক্ত 

রাঙামাটির কাপ্তাই রেঞ্জের সংর‌ক্ষিত ব‌নের প্রাকৃতিক পরিবেশে একটি বার্মিজ অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। সাপটির ওজন ৭ কেজি এবং এর আয়তন ৮ ফুট।রবিবার (১...

ক্ষমতা স্থায়ী করতে পিলখানা হত্যাকাণ্ড : জামায়াত আমির

ক্ষমতা স্থায়ী করতে প্রথমে পিলখানা হত্যাকাণ্ড ঘটায় আওয়ামী লীগ। এরপরে জামায়াত নেতাদের ফাঁসি দেয় দলটি। খুলনায় ইস্টার্ন জুট মিলস শ্রমিক ময়দানে জামায়াতে ইসলামী সমাবেশে...