চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ বলেন, আগামীর উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যকে সামনে রেখেই বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুদূরপ্রসারি ও বাস্তবধর্মী উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেন। তাঁর সততা ও আপোষহীন নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল।
আজ রোববার (২৩ জুলাই) নগরীর ৪নং চান্দগাঁও ওয়ার্ডে সরকারের (টি.আর) কর্মসূচি আওতায় ১১ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, শেখ হাসিনার আপোষহীনতার কাছে সকল ষড়যন্ত্র মাথা নত করে পরাজিত হয়েছে। পদ্মাসেতু, মেট্রোরেল, কর্ণফুলি টানেলসহ অনেক মেগা প্রকল্পের সুফল ইতিমধ্যে দেশবাসী ভোগ করতে শুরু করেছে।
প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন শেষে এখন ২০৪১ সালের উন্নত, আধুনিক ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন। কোন ষড়যন্ত্র চক্রান্তই প্রধানমন্ত্রীর উন্নয়ন ধারাকে বাধাগ্রস্ত করতে পারবে না।
এ সময় উপস্থিত ছিলেন ৪ নং চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক নুর মোহাম্মদ নুরু, যুগ্ম আহবায়ক সাইফুদ্দিন খালেদ সাইফু, যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন নিজু, নেতা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আজম, কাবেদুর রহমান কচি, সিরাজুল ইসলাম লিটু, গোলাম মহিউদ্দিন বাবুল, হাসান খোকন, মোহাম্মদ ইদ্রিস লেদু, খোরশেদ আলম, হাসান জামান, মোহাম্মদ ইসমাইল খান, সরওয়ার আলম খান, নাজমুল খান, বিভূতি বড়ুয়া, মোহাম্মদ হারুন, ইব্রাহিম হোসেন খোকন, বাবর চৌধুরী প্রমুখ।