তত্ত্বাবধায়ক সরকারে ফেরার দাবি উড়িয়ে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচনকালীন সরকার গঠন করা হবে।
শনিবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেছেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘তত্ত্বাবধায়কের প্রশ্নই ওঠে না। বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। এর কোনো ব্যত্যয় হবে না।’
তিনি বলেন, ‘অন্যান্য দেশের মতোই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনকালীন সরকার থাকবে।’
ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে সংলাপ বা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান ওবায়দুল কাদের।
আরও পড়ুন : বিএনপি সন্ত্রাস সৃষ্টি করে দায় সরকারের উপর চাপানোর চেষ্টা করছে: কাদের
তিনি বলেন, সংবিধান ও সার্বভৌমত্ব এবং আইনের ওপর ভিত্তি করে তারা (ইইউ প্রতিনিধিরা) নির্বাচন দেখতে চায়।
‘তারা সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা করেছে। আমরাও এই প্রতিশ্রুতি দিয়েছি। তারা সংবিধানের ওপর ভিত্তি করে নির্বাচন দেখতে চায়।’
শনিবার দুপুরে বনানীর হোটেল শেরাটনে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন ইইউ প্রতিনিধিরা।
এর আগে বিএনপি ও জাতীয় পার্টির নেতাদের নিয়ে বৈঠক সারেন বাংলাদেশ সফররত প্রতিনিধি দলটি। আওয়ামী লীগের সঙ্গে বৈঠকের পর জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে বৈঠকে বসেন তারা।
আওয়ামী লীগের সঙ্গে বৈঠকের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে অংশ নেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাম্বাসেডর মো. জমির, সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, কার্যনির্বাহী সদস্য তারানা হালিম ও মোহাম্মদ এ আরাফাত।