আনোয়ারায় পৃথক অভিযান পরিচালনা করে জুয়ার আসর থেকে ছয় জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ।
সোমবার (৩ জুলাই) রাতে উপজেলার বটতলী ও আনোয়ারা সদর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আরও পড়ুন আনোয়ারায় অস্ত্র ও রাম দাসহ ডাকাত গ্রেফতার
আটককৃতরা হলো, ১। বারখাইন ইউনিয়নের ঝিওরী কামাল মেম্বারের বাড়ীর মোঃ মনির(৪৭),২। বরুমছড়া সওদাগর দিঘীরপাড় এলাকার নুরুল আমিন(৩৪), ৩। পূর্ব বটতলী কালোয়াদিঘীর পাড় এলাকার মোঃ আবছার , ৪। চাতরী ইউনিয়নের রুদুরা গ্রামের মোঃ মঞ্জুরুল আলম (২৯), ৫। ডুমুরিয়া সেলিম মেম্বারের বাড়ীর মোঃ আজিম খান (৪০) ৬। রুদ্ররা ইব্রাহিম মিয়া উকিলের বাড়ীর মোঃ আঃ রহিম (৩৫) ।
আরও পড়ুন রাঙামাটিতে চোলাই মদসহ ৪ নারী আটক
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহম্মেদ বলেন, জুয়া ও মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনায় গতকাল দিবাগত রাতে ৬ জুয়াড়িকে আটক করা হয়েছে। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। জুয়া এবং মাদক নির্মূলে নিয়মিত অভিযান চলমান থাকবে।