চলতি বর্ষা মৌসুমে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে ২০২৩ সালে ২৩ লক্ষ বৃক্ষরোপণের অংশ হিসেবে আনোয়ারা উপজেলায় বৃক্ষরোপণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন) উপজেলার আনোয়ারা মডেল উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয় ও সিংহরা রামকানাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
এসময় উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইশতিয়াক ইমন, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন, মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান নাছির উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।