প্রতিবেশীর কাঁঠাল খাওয়াকে কেন্দ্র করে মামীর নির্যাতনের শিকার হয়েছে আনোয়ারা উপজেলার মিজবাহ আকতার নামের আট বছরের এক শিশু ।
মঙ্গলবার (২০ জুন) রাতে বটতলী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মাঝর পাড়া এলাকার মোঃ হাফেজ এর বাড়ির এক ভাড়া বাসায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। এঘটনায় অভিযুক্ত নাহিদা সুলতানা অনিকা (২১) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, আটককৃত পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা। তার স্বামীর নাম ফারুক।
প্রতিবেশি সূত্রে জানা যায়, মিজবার মা বাবার মৃত্যু হলে মামীর কাছে নিয়ে আসে তার নানা। প্রথম থেকেই নানান ছোটো-ছোটো ইস্যু নিয়ে তার উপর আত্যাচার করা হতো। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে পাশের ভাড়াটিয়ার বাসায় কাঁঠাল খাওয়ায় গরম চামচের ছ্যাকা দেয় মামী আনিকা। পরবর্তীতে বিষয়টি পুলিশকে খবর দেন স্থানীয়রা।
ঘটনার বিষয়ে নির্যাতিত মিজবাহ আকতার জানান, আমার আব্বু( মামা) বাজারে যাওয়ার পর আরেক জনের কাঁঠাল খাওয়ায় মা আমাকে গরম চামচ দিয়ে শরীরে বিভিন্ন জায়গায় ছ্যাকা দিছে এবং গলা টিপে ধরে দেওয়ালের সাথে ধাক্কা দিছে।
ঘটনার বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মুহাম্মদ হাছান বলেন, খবর পেয়ে বটতলীর বাসা থেকে মহিলাটিকে আটক করা হয়। এবং শিশুটির নানা সিরাজুল ইসলামের এজাহার ভিত্তিতে আটককৃতের বিরুদ্ধে শিশু আইন, ২০১৩ এর ৭০ ধারায় মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।