চট্টগ্রামের কর্ণফুলী নদীর পাড় থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ পুলিশ।
মঙ্গলবার (৬ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে নগরীর ইপিজেড থানার নৌবাহিনীর ঈশা খাঁ জেটি সংলগ্ন কর্ণফুলী নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
চট্টগ্রাম সদরঘাট নৌ থানার ওসি একরাম উল্লাহ বলেন, আজ সকালে কর্ণফুলী নদীতে ভাসমান অবস্থায় এত তরুণীর গলিত মরদেহ পাওয়া যায়। বয়স আনুমানিক ১৮ থেকে ২০ বছর । সুরতহাল রিপোর্টসহ আমরা সব ধরনের আইনানুগ কাজ শেষ করেছি। মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে।