বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
আজ রোববার সকালে রাজারবাগে নির্মিত শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পন করে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এরপর শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ পুলিশের আইজি, ডিএমপি কমিশনারসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা। এসময়ে বিউগলে বেজে উঠে করুণ সুর।
পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খুনিরা যেসব দেশে পালিয়ে আছে সেখানে থেকে ফিরিয়ে আনতে আইনগত কার্যক্রম চলছে।
তিনি বলেন, ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের প্রথম যুদ্ধ শুরু হয় রাজারবাগ পুলিশ লাইনন্স থেকে। পাক হানাদার বাহিনীকে প্রতিরোধ করতে গিয়ে সেই রাতে রাজারবাগে শহীদ হন অনেক পুলিশ সদস্য।
আসাদুজ্জামান খান বলেন, স্বাধীনতা ও বিজয় উদযাপনের পাশাপাশি আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতি আদায়ে কাজ চলছে। বাংলাদেশের এই গণহত্যায় ছয় ঘণ্টার মধ্যে কয়েক হাজার বাঙালিকে খুন করা হয়েছিল।