চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিএমপি কর্ণফুলী থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম- মোঃ আবু তাহের (৬৮)। এসময় তার হেফাজত হতে ১৪০০ পিস ইয়াবা উদ্ধারমূলে জব্দ করা হয়।
কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ বলেন আজ রবিবার সকাল ১১টায় মইজ্জ্যারটেক এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আবু তাহের চট্টগ্রাম হতে ইয়াবা সংগ্রহ করে কুমিল্লা জেলার বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের নিকট বিক্রয় করত মর্মে পুলিশের এই কর্মকর্তা জানান।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা রুজু হয়েছে।