নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান বলেছেন, ২০২৩ সালের শুরু থেকেই সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কাজ করবে নির্বাচন কমিশন।
নির্দিষ্ট সময়েই সংসদ নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচনের জন্যে পরিবেশ তৈরি করা হবে। তবে কোনো রাজনৈতিক দলকে ধরে-বেঁধে নির্বাচনে আনবে না কমিশন।
রোববার (১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
আনিছুর রহমান বলেন, নির্বাচনের সময় বেশি বাকি নেই। তাই দ্রুত সময়ের মধ্যেই ভোটার তালিকা চূড়ান্তকরণ, সীমানা পুনঃর্নিধারণ, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ও নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান সম্পন্ন করা হবে।
সিটি করপোরেশান, পৌরসভা ইউনিয়ন পরিষদসহ বাকি নির্বাচনগুলোও সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে আশা প্রকাশ করেন তিনি।