আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপি পানি ঘোলা করার চেষ্টা করছে। এর মাধ্যমে তারা দণ্ডিত খালেদা জিয়াকে মুক্ত এবং পলাতক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে চায়।
সোমবার (২১ নভেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে মাঠ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
নানক বলেন, দায়িত্বশীল বিরোধী দল হিসেবে বিএনপি নেতাদের দেশের মানুষের প্রতি কর্তব্য ও মমত্ববোধ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কথা। কিন্তু তারা তা না করে চক্রান্ত করছে।
তিনি বলেন, আগামী ডিসেম্বর বিজয়ের মাস। বাঙালি জাতি বিজয় দিবসকে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে পালন করবে। কিন্তু বিএনপি দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে।
আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, তারা চায় দেশে গোলযোগ সৃষ্টি করতে। দেশের মানুষ কেমন আছে, কেমন থাকবে, কেমন রাখা দরকার, তা নিয়ে তাদের মাথায় কোনো চিন্তা নেই।
‘সমাবেশে ১০ লাখ লোক জমায়েত করবে’-এই কথাটি তারা চিৎকার করে বলছে। তারা ১০ লাখ লোক জমায়েত করলে তো তেমন জায়গায় যেতে হবে। যেখানে ১০ লাখ লোক ধারণ করা সম্ভব। আপনারা যদি ঢাকাবাসীকে অশান্ত করেন। বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করেন, তাহলে আমাদের তো সন্দেহ থেকেই যায়।
এ সময় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকী, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন প্রমুখ।