কক্সবাজারে ইয়াবা পাচারের মামলায় আবদুর রউফ নামের এক ইউপি সদস্যকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৩ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত।
সোমবার ১ আগস্ট দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাঈল এ রায় প্রদান করেন।
এ বিষয়ে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম বলেন, ২০১৮ সালের ১৭ মার্চ সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ২ লাখ ৯৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করে কোস্টগার্ড।এই ঘটনায় আবদুর রউফকে একমাত্র আসামি করে টেকনাফ থানায় মামলা দায়ের করে কোস্টগার্ড। দীর্ঘ শুনানী ও সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি আবদুর রউফকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৩ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত। দন্ডপ্রাপ্ত আবদুর রউফ সেন্টমার্টিনের ৯নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়ার বাসিন্দা আবদুল হকের ছেলে।