চট্টগ্রামের আনোয়ারার বটতলী নুরপাড়া ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার বটতলী ফকির মুড়া মাঠে মরহুম সাঁচি মিঞা স্মৃতি সংঘের আয়োজনে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় ইলিভেন থান্ডারস একাদশকে ৬ উইকেটে হারিয়ে বিজয়ী হন নুরপাড়া হিট ক্রিকেট একাদশ।
খেলা শেষে আবুল কামালের সভাপতিত্বে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বটতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নান চৌধুরী।
খেলার উদ্বোধক ছিলেন বটতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মোহাম্মদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন বটতলী ইউনিয়নের আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আকতার হোসেন, আনোয়ারা যুবলীগের সহ-সভাপতি মোঃ ইলিয়াছ,ইউপি সদস্য মোঃ আব্দুস সবুর,সাবেক ছাত্র নেতা মোঃ আবছার ,আনোয়ারা উপজেলা বঙ্গবন্ধু আদর্শ ঐক্য পরিষদের সভাপতি মোঃ নুরুল ওয়াহিদ সেলিম সহ প্রমুখ।
আলোচনা সভা শেষে খেলায় রানার্সআপ ও চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।