তান্ডবের জন্য দেশ জুড়ে পরিচিত ফটিকছড়ির ভূজপুর। এ উপজেলার ৪নং ভূজপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৫ জুন। প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন ( ইভিএম) পদ্ধতিতে এ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা ও এ নির্বাচনের রিটার্নিং অফিসার দেবাশীষ দাশ।
২৭ মে প্রতীক বরাদ্দের পর থেকে চেয়ারম্যন পদে ৩ জন, সাধারণ সদস্য পদে ৫৯ এবং ১২ জন সংরক্ষিত মহিলা সদস্য পদের প্রার্থী সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিরামহীন প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন।
ভোটের দিন ঘনিয়ে আসায় শেষ মুহুর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। ইতিমধ্যে পোস্টার- ব্যানারে সেজে গেছে পুরো এলাকা। সকাল থেকে গভীর রাত অবধি ডিজিটাল প্রচারণায় মুখরিত থাকে ইউনিয়নের সবকটি জনপদ। পাশাপাশি ভোট বাড়াতে পাড়া ভিত্তিক কমিটি গঠন ও উঠান বৈঠকে মনোযোগী হয়েছেন চেয়ারম্যান – সদস্য পদের প্রার্থীরা।
১২ জুন রবিবার বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায় ইউনিয়নের ৩ ও ৪ নং ওয়ার্ডে প্রচারণা চালাচ্ছেন নৌকা প্রতীকের প্রার্থী ইব্রাহিম তালুকদার। একই দিন আমতল,ফকিরহাট, কোম্পানী টিলা এলাকায় গণসংযোগ করেছেন আসারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শাহজাহান চৌধুরী শিপন।
তবে চেয়ারম্যন পদে অপর প্রার্থী নাছির মুন্সীর ব্যানার- পোস্টার দেখা গেলেও প্রচারণা চোখে পড়েনি।
এদিকে, আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যন ইব্রাহিম তালুকদার বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করছেন।
অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী শাহজাহান শিপন সমৃদ্ধ ও মডেল ভূজপুর গড়তে পরিবর্তনের স্লোগান নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটে যাচ্ছেন।
ইউনিয়নের একাধিক ওয়ার্ডে গিয়ে দেখা যায়, সাধারণ ও সংরক্ষিত মহিলা সদস্য পদের প্রার্থীরা ব্যানার পেস্টুন সাজিয়ে এলাকা ভিত্তিক প্রচারণা চালিযে যেতে।
উল্লেখ্য, গত ২০১৭ এর ১৬ এপ্রিল সর্বশেষ ভূজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ ইউনিয়নে সর্বমোট ২৫১০৮ জন ভোটার রয়েছে।