আজ ৮ জুলাই রোজ বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকায় আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আগত রোগী, রোগীর আত্মীয় স্বজন, রিক্সা ও সিএনজি চালক এবং হাসপাতালে আশেপাশে অবস্থানরত দুস্থ, অসহায় সর্বসাধারণের মাঝে রান্না করা খাবার ও মাস্ক বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য, সমাজ সেবক জনাব এম.আর.আজিম।
আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য কফিল উদ্দীন আহমেদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নির্বাহী সদস্য আলী রেজা পিন্টু, যুবলীগ নেতা সাজ্জাদ হোসেন, গিয়াস উদ্দীন সিদ্দিকী, নগর ছাত্রলীগের সহ সভাপতি একরামুল হক রাসেল, মো: আরিফ উদ্দীন, ফরহাদুল হাসান মোস্তফা, শাহাদাৎ হোসেন পিন্টু, নগর ছাত্রলীগের উপ সম্পাদক তুষার ধর, নগর ছাত্রলীগের সহ সম্পাদক সাব্বির সাকির, মহসীন কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য চৌধুরী শোয়াইব মহসিন, দেলোয়ার হোসেন, ফরহাদ, চান্দঁগাও থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু, চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের ৫৮ তম ব্যাচের তৌফিকুর রহমান, খোরশেদুল ইসলাম, কে এম তানভীর, এনামুল হাসান, ৬০ নং ব্যাচের অভিজিৎ দাশ, জামশেদুল ইসলাম, ফাহাদুল ইসলাম, কনক দেবনাথ, শাওন দত্ত, হোজাইফা কবির পিয়াল, ৬১ নং ব্যাচের সাজেদুল ইসলাম হৃদয়, ইমতিয়াজ আলম, মোহাম্মদ হাদিফ, ইফতেখার হোসেন সাব্বির, মঈন ভূইয়া সহ বিপুল সংখ্যক মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি এম আর আজিম তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, জাতির এই সংকটকালীন সময় অসহায়, দুস্থ, বেকার, কর্মহীন সর্বসাধারণকে পাশে সহযোগিতা করার জন্য রাজনৈতিক নেতা, সমাজের বিত্তশালী, শিল্পপতি, সমাজসেবক ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দকে উদাত্ত আহ্বান জানান।