চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোহাম্মদ আশরাফ চৌধুরী ইমন (১৯) নামে এক ছাত্রলীগ কর্মীকে ছুরিকাঘাতে খুন করা হয় গত ১৯ ফেব্রুয়ারি।হত্যার পর নিহতের পিতা মোহাম্মদ আবদুল্লাহ বাদি হয়ে দক্ষিণজেলা ছাত্রলীগের ছাত্র বিষয়ক সম্পাদক নয়ন সরকার (২৯) মো. রাকিব (২৫), মহিউদ্দিন মানিক (৩৩) অংকন নন্দী (২০) ও মোহাম্মদ সাকিব (২০) কে আসামী করে হত্যা মামলা দায়ের করেন আনোয়ারা থানায়। ঘটনার ১৩৯ দিন পার হলেও রহস্যজনক কারনে কাউকে গ্রেফতার করতে পারেনি আনোয়ারা থানা পুলিশ!
স্থানীয় সুত্রে জানা যায়, হত্যা মামলার ১ নাম্বার আসামী নয়ন সরকার ও আশরাফ দুজনই চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহেরের অনুসারী। রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে দুইজনের মধ্যে বিরোধ ছিল। সে বিরোধকে কেন্দ্র করে ১৯ ফেব্রুয়ারী, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সদরের জয়কালীহাট এলাকার মা কমিউনিটি সেন্টারের সামনে আশরাফকে ছুরিকাঘাত করে কয়েকজন। ওই সময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১০টার দিকে সে মারা যায়।
এদিকে ঘটনার পর হত্যা মামলার প্রধান আসামী দক্ষিণজেলা ছাত্রলীগের ছাত্র বিষয়ক সম্পাদক নয়ন সরকার সীমান্ত দিয়ে পালিয়ে যায় ভারতে। ভারতে কয়েকমাস থাকার পর গত ১৩ জুন সাতক্ষীরার তলুইগাছা ও বৈকারী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় আটক হয় বিজিবির হাতে। নিয়ম অনুযায়ী ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার পর তাকে কলারোয়া থানায় হস্তান্তর করে বিজিবি। পরে বিজিবি বাদি হয়ে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা করলে জেলে প্রেরণ করা হয় তাকে। যার মামলা নং ৪১/২৪৬।
বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, আনোয়ারা উপজেলার সিংহরা গ্রামের রঘুবাথ সরকারের ছেলে নয়ন সরকার (২৭) সহ ছয়জনের বিরুদ্ধে বিজিবি একটি অনুপ্রবেশ আইনে মামলা করে তাদের থানায় সোর্পদ করা হয়েছে বলে জেনেছি। তবে এটা আমার সদর থানায় নয়। এটা কলারোয়া থানায় মামলা হয়েছে। যার মামলা নং ৪১/২৪৬।
তবে হত্যা মামলার এক নাম্বার আসামী গ্রেফতার হয়ে জেলে থাকার বিষয়ে কিছু জানে না আনোয়ারা থানা পুলিশ। জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম দিদারুল ইসলাম বলেন, নয়ন সরকার কে গ্রেফতার বা জেলে থাকার বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজ নিয়ে দেখবো।