কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ৮ এপিবিএনের সদস্যরা অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ হামিদ হোসেন নামের এক রোহিঙ্গাকে আটক করেছে।
মঙ্গলবার সকাল ১১ টার দিকে উখিয়া থানাধীন ক্যাম্প-১৯ এর আওতাধীন ব্লক বি/১০ এর আসামীর বসত ঘর থেকে তাকে ইয়াবাসহ আটক করা হয়।
আটককৃত রোহিঙ্গা হলেন,১৯ নং ক্যাম্পের ব্লক- বি/১০ এর আলী হোসেনের ছেলে হামিদ হোসেন (৩৫)।
৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন জানান,পুলিশ ইন্সপেক্টর (নিঃ) মোঃ মাহবুব আলম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প ১৯ এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা কালে ক্যাম্প-১৯ এর বি/১০ ব্লকে হামিদ হোসেন এর বসতঘরে অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ হামিদ হোসেনকে আটক করা হয়।পরবর্তীতে তাকে আটক করে জব্দকৃত আলামতসহ তাজনিমারখোলা পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়।
উদ্ধারকৃত ১০ হাজার ইয়াবার আনুমানিক মূল্য ৩০,লাখ টাকা বলে জানান।
আটককৃত রোহিঙ্গা হামিদ হোসেনের বিরুদ্ধে উখিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।