শহুরে যান্ত্রিকতায় হাঁপিয়ে ওঠা মন মাঝেমধ্যেই পেতে চায় ভ্রমণের সান্নিধ্য। মাসান্তে দুয়েকদিনের ছুটি পেলে তো কথাই নেই, ছোট খাটো ট্যুর দেওয়াই যায়। কিন্তু মাত্র দু’দিনের ছুটিতে কোথায় যাবেন? অল্প সময়ের ছুটি কাটাতে দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট ছোট পর্যটন এলাকা মন্দ নয়। এমনই একটি মনোরম ঘোরার জায়গা নিলাদ্রী লেক।
একপাশে ভারতের মেঘালয় সীমান্ত, অপর পাশে ছোট বড় টিলা আর লেকের নীলাভ পানি। নীলাভ পানির কারণেই নাম তার নীলাদ্রি। যেখানে পুরোটা না হলেও কিছুটা পাবেন কাশ্মীরের অনুভূতি। লেকের নামটি যেমন সুন্দর, তার রূপও তেমনই মোহময়।
অনেকেই সুনামগঞ্জের টাংগুয়ার হাওর দেখতে যান। কিন্তু এর খুব কাছেই যে নীলাদ্রি লেকের নয়নাভিরাম সৌন্দর্য, তা হয়তো অনেকেরই অজানা।
লেকটি প্রকৃতপক্ষে জেলার টেকেরঘাট চুনাপাথরের পরিত্যক্ত খনির লাইমস্টোন লেক। অর্থাৎ লেকটি এক সময় চুনা পাথরের ভান্ডার ছিল, যা এখন বিলীন।
এখনও স্থানীয় লোকজনের কাছে শহীদ সিরাজ লেক নামেই পরিচিত এটি। তবে ভ্রমণ কমিউনিটিতে পরিচিতি পেয়েছে নীলাদ্রি নামে।