গত ২৪ ফেব্রুয়ারি থেকে টানা ২৫ দিন ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রুশ বাহিনী। ইতোমধ্যে দেশটির বেশি কিছু শহর নিজেদের দখলে নিলেও রুশ সেনাদের লক্ষ্য রাজধানী কিভেয়, খারকিভসহ প্রধান শহরগুলো।
গত কয়েক দিন ধরে শহরগুলো নিয়ন্ত্রণ নিতে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। হামলায় ইউক্রেনের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর আসলেও দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি বলছেন, যুদ্ধে রাশিয়ারই সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে।
এবিসি নিউজ ও সিএনএনের তথ্যমতে, রোববার (২০ মার্চ) এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেছেন, ইউক্রেনে রাশিয়ার অনেক ইউনিট ৮০ থেকে ৯০ শতাংশ ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা তাদের (রাশিয়া) বিপুল সংখ্যক সেনা ও সামরিক সরঞ্জামের বিরুদ্ধে সাহসের সঙ্গে লড়াই করছি।
তিনি বলেন, যে সব অঞ্চলে প্রচণ্ড লড়াই হয়েছে সেখানে অনেক রুশ সেনাদের মৃতদেহ পড়ে আছে। এসব মরদেহ কেউ তুলে নিচ্ছে না। এর মধ্যেও তারা (রাশিয়া) নতুন ইউনিট পাঠানো হচ্ছে।
এদিকে জেলেনস্কির এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি সিএনএন।
উল্লেখ্য, পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য কয়েক বছর আগে আবেদন করে ইউক্রেন। মূলত, এ নিয়েই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এর মধ্যে ন্যাটো ইউক্রেনকে পূর্ণ সদস্যপদ না দিলেও ‘সহযোগী দেশ’ হিসেবে মনোনীত করায় দ্বন্দ্বের তীব্রতা আরও বাড়ে।
ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন প্রত্যাহারে ইউক্রেনের ওপর চাপ প্রয়োগ করতে যুদ্ধ শুরুর দুই মাস আগ থেকেই ইউক্রেন সীমান্তে প্রায় দুই লাখ সেনা মোতায়েন রাখে মস্কো। কিন্তু এই কৌশল কোনো কাজে না আসায় গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দনেতস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। ঠিক তার দু’দিন পর ২৪ তারিখ ইউক্রেনে সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে।
এ দিকে চলমান এই যুদ্ধে ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছেন প্রায় ৩৩ লাখ মানুষ। যুদ্ধে ইউক্রেনের ১৩শ’ সেনা নিহত এবং রাশিয়ার ১৪ হাজার ৪০০ সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের প্রায় ৫০০ সৈন্য নিহত এবং ইউক্রেনের আড়াই হাজারের বেশি সেনা নিহত হয়েছেন।
এছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ অভিযানে ইউক্রেনে ৮৪৭ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেনে আনুমানিক ৫ থেকে ৬ হাজার রুশ সেনা নিহত হয়েছে।