চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা এলাকায় ২ হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হলেন, উখিয়া থানার রাজাপালং এর শামসুল আলম (৩৯) ও কক্সবাজার সদর থানার মহুরী পাড়ার বাসিন্দা আনিছুর রহমান (২২) ।
মঙ্গলবার (৮ মার্চ ) গভীর রাতে দোহাজারী পৌরসভাস্থ সিঙ্গার শো-রুমের সামনে মহাসড়কের উপর চেকপোস্ট স্থাপন করে তাদের আটক করা হয়।
চন্দনাইশ থানা সূত্রে জানা যায় , মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দোহাজারী পৌরসভাস্থ সিঙ্গার শো-রুমের সামনে থেকে ইয়াবা ও মাদক বহন কাজে ব্যবহৃত মিনি ট্রাক সহ দুজনকে আটক করা হয়।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।