চট্টগ্রামে গত একদিনে (গত ২৪ ঘন্টায়) ১৩৬৪ জনের করোনার নমুনা পরীক্ষায় ৩৯৯ জনের পজিটিভ (নতুন) এসেছে। এর মধ্যে মহানগরের ২৮৪ জন এবং বিভিন্ন উপজেলার ১১৫ জন। গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে নতুন মৃতের সংখ্যা ১০ জন। সব মিলে এ পর্যন্ত মারা গেছে ৭০১ জন। মহানগরীতে ৪৭৪ জন এবং বিভিন্ন উপজেলায় ২২৭ জন।
চট্টগ্রামে ৯ টি করোনা পরীক্ষার ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শেষে, বুধবার (৩০ জুন) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি চট্টগ্রাম নিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৩৪ নমুনা পরীক্ষা করে ৫২ জনের পজিটিভ। মহানগরে ২৮ জন, ২৪ জন উপজেলার।
চট্টগ্রাম বিআইটিআইডিতে টি ৪১৫ টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ১৩৩ টি পজিটিভ। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীতে ৭২ জন। বিভিন্ন উপজেলায় ৬১ টি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিবেদনে ১৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ৬৪ জনের পজিটিভ শনাক্ত হয়। মহানগরের ৪৯ জন, উপজেলায় ১৫ জন।
ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১১১ নমুনা পরীক্ষায় ৪৫ জনের পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। মহানগরে ৪২ জন, ভিবিন্ন উপজেলার ৩ জন।
শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১১৫ নমুনা পরীক্ষায় ১৬ জন পজিটিভ, নগরে ১৫ জন, উপজেলায় ১ জন।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৪৭ টি নমুনা পরীক্ষায় ২৩ জনের পজিটিভ। মহানগরে ১৯ জন এবং উপজেলায় ৪ জন।
আর টি আর এল চট্টগ্রাম ল্যাবে ৬৬ টি নমুনা পরীক্ষায় ২৯ জন পজিটিভ। মহানগরে ২৮ জন, উপজেলায় ১ জন।
অপরদিকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাবে ১৩৫ টি নমুনা পরীক্ষায় ২ জনের পজিটিভ। ২ জনই উপজেলার।
মেডিকেল সেন্টার হাসপাতালে ১১ নমুনা পরীক্ষায় ৫ জনের পজেটিভ। নগরে ৫ জন।
এনটিজেন টেষ্টে ১৩৫ জনের নমুনা পরীক্ষায় ৩০ জনের পজেটিভ। মহানগরীতে ২৬ জন এবং ৪ জন উপজেলার।
এ ছাড়া উপজেলায় লোহাগাড়া ২ জন, বাঁশখালী ৩ জন, আনোয়ারা ৯ জন, পটিয়া ১ জন, বোয়ালখালী ১ জন, রাঙ্গুনিয়া ২ জন, রাউজান ২০ জন, ফটিকছড়ি ৩২ জন, হাটহাজারী ৩ জন, সীতাকুন্ডে ২৪ জন, মিরসরাই ১৬ জন, সদ্বীপ ২ জন।
এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ৫৮ হাজার ৭২৪ জনে। এর মধ্যে মহানগরীতে ৪৫ হাজার ৮৬৭ জন, উপজেলায় ১২ হাজার ৮৫৭ জন।