এবি ব্যাংকের সাথে কর্পোরেট চুক্তি স্বাক্ষর করেছে চট্টগ্রামের শিল্পপ্রতিষ্ঠান এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। ফলে এখন থেকে এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কর্মকর্তা-কর্মচারীর বেতন এবি ব্যাংকের মাধ্যমে দেওয়া হবে।
সোমবার (২১ জুন) পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ’র হল রুমে চুক্তি স্বাক্ষর উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে এবি ব্যংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল এবং এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পক্ষে কোম্পানির চেয়ারম্যান শাহাবুদ্দিন আলম চুক্তিতে স্বাক্ষর করেন।
এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ব্যাংকিং সেবা গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় এবি ব্যাংক। দেশের প্রথম বেসরকারি ব্যাংক হিসেবে এবি ব্যাংক এখনো আধুনিক ব্যাংকিংয়ের ঐতিহ্য ধরে রেখেছে।
তিনি বলেন, ২০১৭-১৮ অর্থবছরে এবি ব্যাংকের মন্দ ঋণের পরিমাণ ছিল ৩৩ শতাংশের বেশি। ব্যাংক ব্যবস্থাপনার দায়িত্ব আমরা নেওয়ার পর ২০১৯-২০ অর্থবছরে তা কমিয়ে ১৬ শতাংশে নিয়ে এসেছি। আগামীতে মন্দ ঋণের পরিমাণ ১০ শতাংশে নামিয়ে আনতে কাজ করছি। দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে এ ব্যাংককে আমরা এগিয়ে নিতে চাই।
এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান শাহাবুদ্দিন আলম বলেন, এ সমঝোতা চুক্তির মাধ্যমে এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের আড়াই হাজার কর্মকর্তা-কর্মচারী এবি ব্যাংকের সব শাখায় ব্যাংকিং সেবা পাবে। এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কর্মকর্তা-কর্মচারীর বেতন এবি ব্যাংকের মাধ্যমে দেওয়া হবে।
তিনি বলেন, ৩৩ বছর ধরে এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ব্যবসা পরিচালনা করছে। আমরা দ্বিতীয় প্রজন্মের ব্যবসায়ী। এখন এসএ গ্রুপের জনপ্রিয় ব্রান্ড গোয়ালিনী ও মুসকান নামে ৮টি প্রোডাক্ট দেশের ভোগ্যপণ্যের বাজারে শক্ত অবস্থান তৈরি করেছে।
শাহাবুদ্দিন আলম বলেন, গ্যাস সংকটের কারণে আমরা গত ৯ বছর শিল্পখাতে পিছিয়ে পড়েছিলাম। সরকারি সহযোগিতায় আবার শিল্পোৎপাদনে ফিরেছি। আগামীতে আমাদের দুটি রিফাইনারি (ভোজ্যতেল) চালু করার পরিকল্পনা রয়েছে। এ দুটি প্রতিষ্ঠান চালু হলে আরো ৫ হাজার শ্রমিক-কর্মচারীর কর্মসংস্থান সৃষ্টি হবে। এতে আমরা সরকারের বেকারত্ব দূর করার কর্মসূচিতে অবদান রাখতে পারবো।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবি ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক (ক্রেডিট) মাহমুদুল আলম, উপ ব্যবস্থাপনা পরিচালক (রিটেইল) আবদুর রহমান, এসএ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ আবেদিন আলম ও উপ ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার আবেদিন আলম।