চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মেয়র প্রয়াত চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক, জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
আজ রোববার (২০ জুন) সকাল ৮টায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সাবেক চসিক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এটিএম পেয়ারুল ইসলাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাদা মহিউদ্দিন, নগর আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য শফিকুল ইসলাম ফারুক, চন্দন ধর, মশিউর রহমান, নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ, মাহবুবুর হক সুমন, নগর আওয়ামী সদস্য মোহাম্মদ জাবেদ প্রমুখ।
মোনাজাত শেষে আবু সাঈদ আল মাহমুদ স্বপন চট্টলবীরের বাসভবনে গেলে নগর মহিলা আওয়ামী লীগ সভানেত্রী মিসেস হাসিনা মহিউদ্দিন তাকে অভ্যর্থনা জানান।
এসময় আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, এবিএম মহিউদ্দিন চৌধুরী গণমানুষের নেতা ছিলেন। সাধারণ মানুষের দাবি আদায়ে তিনি সর্বদা সোচ্চার ছিলেন। তিনি আন্দোলন-সংগ্রামে যে অগ্রণী ভূমিকা পালন করেছেন, তা জাতি আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।