ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার উদ্যােগে পৌর এলাকার ২২ টি মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে ৮০০ টি কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারী) সকালে পৌরসভা কার্যালয়ে এসব কম্বল বিতরন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. মেজবাহ উদ্দিন ।
এ সময় পৌর প্রশাসক সহায়ক কমিটির সদস্য ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: ছফি উল্লাহ ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন মন্ডল অপু, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. নুরুল আবসার, সহকারী প্রকৌশলী রাজীব বড়ুয়াসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।