রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪

ক্রীড়া উপদেষ্টা আসিফ

পতিত স্বৈরাচারের সময় কুমিল্লাকে বিভিন্ন সময়ে বঞ্চিত করা হতো

অনলাইন ডেস্ক

স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, পতিত স্বৈরাচারের সময় কুমিল্লাকে বিভিন্ন সময়ে বঞ্চিত করা হতো। এই অঞ্চলের দাবি, কুমিল্লাকে প্রশাসনিক বিভাগ করার। এ বিষয়ে আলোচনা করবো এবং দ্রুত তা বাস্তবায়নের জন্য উদ্যোগ নেবো। আমিও বলবো, যদি বিভাগ হয় তাহলে কুমিল্লা নামেই হবে।

শনিবার(৩০ নভেম্বর ) বিকালে কুমিল্লার মুরাদনগর উপজেলার দুর্গারাম সরকারি উচ্চবিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘যদি শেখ হাসিনার মতো পরিণতি না চান, তাহলে বহিরাগত শক্তির আশীর্বাদ নয়, জনগণের ম্যান্ডেটই হবে ক্ষমতায় আসার একমাত্র অবলম্বন। বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে অনেক ধরনের অভ্যন্তরীণ ও বহিরাগত ষড়যন্ত্র হচ্ছে।’

এ সময় উপদেষ্টা বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি বদ্ধমূল ধারণা জন্মেছে, ভারতের আশীর্বাদ ছাড়া মনে হয় বাংলাদেশে ক্ষমতায় আসা যায় না। ফলে তারা যেভাবে বক্তব্য দিচ্ছে, তা স্বাধীন দেশের মানুষের জন্য অত্যন্ত কলঙ্কজনক। আপনারা যদি মনে করেন ভারতের আশীর্বাদ ছাড়া এ দেশে ক্ষমতায় আসা যায় না, তাহলে বলতে হয় শেখ হাসিনার চেয়ে বেশি তো আশীর্বাদ ছিল না। সেই শেখ হাসিনার কী পরিণতি বাংলাদেশের জনগণ করেছে, তা আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। আপনারা যদি ভবিষ্যতে সে ধরনের পরিণতির সম্মুখীন হতে না চান, বাংলাদেশের জনগণের ম্যান্ডেটকেই একমাত্র ক্ষমতায় আসার উপায় হিসেবে গ্রহণ করুন।’

অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া কুমিল্লা জেলার বাসিন্দা মোট ৩৫ জন শহীদকে অর্থ সাহায্য প্রদান করা হয়। অনুষ্ঠানে মুরাদনগর উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও বিশিষ্টজনরা বক্তব্য রাখেন।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাবা বিল্লাল হোসেন, কাজী জুন্নুন বসরী, জাহাপুর ইউপির সাবেক চেয়ারম্যান সৈয়দ কফিল উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন মাহমুদ, সোনাকান্দা দরবার শরিফের প্রতিনিধি কামরুল হাসান, হেফাজতে ইসলামের প্রতিনিধি মুফতি সাদেকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা আ ন ম ইলিয়াস, সাবেক আমির মনসুর মিয়া, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মুরাদনগর উপজেলা সভাপতি এম এম মনিরুল ইসলামসহ অন্যান্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমন্বয়ক তরিকুল ইসলাম।

এর আগে, দুপুরে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার সকল কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন উপদেষ্টা আসিফ মাহমুদ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফয়’স লেক এলাকার হোটেলে অভিযান, গ্রেপ্তার ৪৩

চট্টগ্রাম মহানগরীর খুলশীর ফয়েজ লেক এলাকার ৫টি হোটেল থেকে...

চট্টগ্রামে আইনজীবী হত্যা মামলায় জবানবন্দি দিলেন আসামি রিপন দাশ

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার আসামি রিপন দাশ...

রাজপথে শাহাদাতের ওপর গড়ে ওঠা সংগঠন ছাত্রশিবির : শাহজাহান

চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমির শাহজাহান চৌধুরী বলেছেন রাজপথে...

খেলায় ছেলের সাথে বাকবিতন্ডা, ছুরিকাঘাতে মাকে খুন

পটিয়ায় ব্যাডমিন্টনের ব্যাট নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে  শিউলি...

রবিবার থেকে  বিআরটি করিডোরে এসি বাস সার্ভিস চালু 

আগামীকাল রবিবার থেকে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) অধীনে...

পাহাড়তলীতে দুই গ্রুপের সংঘর্ষ, অস্ত্রসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হালিশহরের মোহাম্মদ...

আরও পড়ুন

ফয়’স লেক এলাকার হোটেলে অভিযান, গ্রেপ্তার ৪৩

চট্টগ্রাম মহানগরীর খুলশীর ফয়েজ লেক এলাকার ৫টি হোটেল থেকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ৪৩ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (১৪ ডিসেম্বর) রাতে অভিযান...

রবিবার থেকে  বিআরটি করিডোরে এসি বাস সার্ভিস চালু 

আগামীকাল রবিবার থেকে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) অধীনে বহুল প্রতীক্ষিত এসি বাস সার্ভিস চালু করতে যাচ্ছে সরকার।পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সভাপতিত্বে...

১৯ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত সুপ্রিম কোর্টে অবকাশ

আগামী ১৯ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত সুপ্রিম কোর্টে অবকাশ থাকবে। সুপ্রিম কোর্টের অবকাশ, সরকার ঘোষিত ছুটি ও সাপ্তাহিক ছুটি শেষে ১৪ দিন পর...

বুদ্ধিজীবীদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় একযোগে কাজ করতে হবে : জেলা প্রশাসক

চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম বলেছেেন, বুদ্ধিজীবীদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করতে সকলকে একযোগে কাজ করতে হবে।শনিবার (১৪ ডিসেম্বর) শহিদ বুদ্ধিজীবী দিবস...