তিন সার কারখানা ও পারকি সমুদ্র সৈকতের নির্মিত পর্যটন কমপ্লেক্স পরিদর্শন করেছেন অন্তবর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ।
সার কারখানা গুলো হলো কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড ।
আজ শনিবার (৩০ নভেম্বর ) সকালে আনোয়ারা উপজেলার গুরুত্বপূর্ণ এই সার কারখানা ও সমুদ্র সৈকতের পর্যটন কমপ্লেক্স পরিদর্শনে আসেন অন্তবর্তী সরকারের দুই উপদেষ্টা।
এ সময় উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মিজ সায়েমা শাহীন সুলতানা, উপদেষ্টার একান্ত সচিব (যুগ্ম সচিব) ড. সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান, মোহাম্মদ নাছির উদ্দিন, পর্যটন করপোরেশনের চেয়ারম্যানের একান্ত সচিব মো. মাসদুল হক, আনোয়ারার ইউএনও তাহমিনা আকতার, সহকারি কমিশনার (ভূমি) হুসাইন মুহাম্মদ, থানার ওসি মো. মনির হোসেন।