ফেসবুক পোস্টে ‘হা-হা’ রিয়েক্ট দেয়ার ঘটনাকে কেন্দ্র করে ফেনীর সদর উপজেলার পশ্চিম সোনাপুর গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার তরুণ ছুরিকাঘাতে আহত হয়েছেন, যার মধ্যে দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ১৮ বছর বয়সী মো. অমিত হাসান, ১৭ বছর বয়সী জিসান, ১৭ বছরের শরীফুল ইসলাম এবং ১৬ বছর বয়সী রিজন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, অমিত হাসান একটি ফেসবুক পোস্টে ‘হা-হা’ রিয়েক্ট দেন নিলয় নামে এক কিশোর। কয়েকদিন আগে দেওয়া ওই রিয়েক্টের কারণে শুক্রবার রাতে সোনাপুর ইসলামি সেন্টারের সামনে অমিত হাসানসহ তার কয়েকজন বন্ধু নিলয়কে ওই রিয়েক্টের কারণ জানতে চায়। এ নিয়ে বাকবিতণ্ডার সৃষ্টি হয়, যা পরবর্তীতে তর্ক-বিতর্কে রূপ নেয়।
একপর্যায়ে নিলয় তার পকেট থেকে একটি টিপ ছুরি বের করে অমিতসহ তার বন্ধুবান্ধবদের উপর হামলা চালায়। হামলায় অমিতসহ চারজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে রিজন ও শরীফুল ইসলামকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুইজন ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
স্থানীয় পুলিশ প্রশাসন বিষয়টি সম্পর্কে জানার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা জানান, পুলিশ অভিযুক্ত নিলয়কে গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছে এবং মামলার প্রস্তুতি চলছে।