চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ আগামীকাল থেকে শুরু করছে ৪৯ লট পণ্য অনলাইন নিলাম (ই-অকশন)। এই নিলামে অংশগ্রহণের জন্য দরপত্র জমা দেওয়ার সুযোগ থাকবে আগামী ১ ডিসেম্বর সকাল ৯টা থেকে ১০ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত। নিলামে উঠছে বিভিন্ন ধরনের ফেব্রিক্সসহ অন্যান্য পণ্য। বিডাররা ৩ ও ৪ ডিসেম্বর সরাসরি পণ্য দেখে অংশগ্রহণ করার সুযোগ পাবেন।
নিলামের মাধ্যমে কাস্টমস কর্তৃপক্ষ গত কয়েক বছরে বহু পণ্য বিক্রি করেছে, যা প্রাথমিকভাবে বন্দর ইয়ার্ডে জমা পড়ে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সরবরাহ না নেওয়ার কারণে নিলামে তোলা হয়। ২০২০ সালে চট্টগ্রাম কাস্টমসে ই-অকশনের যাত্রা শুরু হয়, যখন ১৬ লট পণ্য প্রথমবারের মতো নিলামে তোলা হয়। পরবর্তীতে বিভিন্ন সময়ে আরও পণ্য এবং গাড়ি নিলামে তোলা হয়েছে, যার মধ্যে রয়েছে শুল্কমুক্ত গাড়ির নিলামও।
এ বছর এখন পর্যন্ত কয়েকটি বড় নিলাম অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে ফেব্রুয়ারি, মে, জুন, সেপ্টেম্বর এবং নভেম্বর মাসে বিভিন্ন ধরনের পণ্য বিক্রি হয়েছে। বিশেষ করে, ২০২৩ সালের ৫ সেপ্টেম্বর এবং ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত নিলামগুলোতে বেশ কিছু বড় পণ্য বিক্রি হয়েছে।
তবে, অনলাইন নিলাম পদ্ধতিতে এখনও কিছু বিডার অভ্যস্ত হতে পারেননি। তাদের মতে, অনলাইন নিলামের কিছু কাজ এখনও ম্যানুয়াল পদ্ধতিতে করা হয়, যা বিডিং প্রক্রিয়াকে আরও জটিল করে তোলে। ফলে, তারা অনলাইন নিলামের পাশাপাশি ম্যানুয়াল পদ্ধতিতেও নিলামের আয়োজনের প্রস্তাব দিয়েছেন, যাতে বিডারদের জন্য আরও সুবিধা সৃষ্টি হয়।
চট্টগ্রাম কাস্টম হাউসের উপ–কমিশনার মো. সেলিম রেজা জানান, এটি একটি নিয়মিত কার্যক্রম, এবং এই নিলামেও অংশগ্রহণকারীরা আগ্রহী হলে তারা সঠিকভাবে পণ্য নিলামে অংশগ্রহণ করতে পারবেন।
যেহেতু কাস্টমস আইনে আমদানি পণ্য সরবরাহের জন্য নির্দিষ্ট সময়সীমা রয়েছে, যদি ৩০ দিনের মধ্যে পণ্য সরবরাহ না নেওয়া হয়, তবে কাস্টমস কর্তৃপক্ষ নোটিশ দিয়ে ১৫ দিনের মধ্যে সরবরাহ নেওয়ার জন্য সময় দেয়। এরপরও যদি পণ্য সরবরাহ না নেওয়া হয়, তবে সেটি নিলামে তোলা হয়। মিথ্যা ঘোষণায় আটক পণ্যও নিয়ম অনুযায়ী নিলামে তোলা যায়। তবে, গত বছরগুলোতে এই নিলাম প্রক্রিয়াটি পুরোপুরি কার্যকর করা সম্ভব হয়নি, ফলে বন্দরের ইয়ার্ডে বেশ কিছু কন্টেনার পড়ে থাকার ফলে জট সৃষ্টি হয়েছে।