আনোয়ারা উপজেলায় দ্রুতগতির সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা দিলে চালকসহ ৩ জন আহত হয়েছে। তারমধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
শুক্রবার ( ২৯ নভেম্বর) ভোর ছয়টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিওরি মাজার গেইট এর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, আব্দুল মালেক, মোঃ হোসেন। বাকি একজনের নাম পাওয়া যায়নি।
প্রতক্ষ্যদর্শী মাওলানা আব্দুল মতিন জানান, বিকট আওয়াজ শুনে বাসা থেকে বের হয়ে দেখি একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। ফায়ার সার্ভিসকে ফোন করলে তাদের সহযোগীতায় ৩জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জান্নাতুল নাঈম বলেন, আহত অবস্থায় তিনজনকে আনা হয় সবার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে আনোয়ারা থানার এসআই আ.ন.ম এরশাদদৌলা জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আহত তিনজনকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করি। দুর্ঘটনা কবলিত গাড়িটি থানায় আনা হয়েছে । গাড়িটি শহর থেকে পেকুয়া যাচ্ছিলো বলে জানান তিনি।