আনোয়ারা উপজেলায় জুঁইদন্ডী ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগের ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) সকালে উপজেলার ১১নং ইউনিয়ন জামায়াতে ইসলামীর কার্যালয়ে এই যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিভিন্ন ওয়ার্ড দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ডা.আবদুল হামিদ নাহিদের সভাপতিত্বে ইউনিয়ন যুব বিভাগের যুব ও ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম সাকিবের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক দক্ষিণ জেলার সভাপতি দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সাহিত্য সংস্কৃতি বিভাগের সেক্রেটারি অধ্যাপক শাহাদাত হোসেন।
সমাবেশের শুরুতে দারসুল কুরআন পেশ করেন উপজেলা জামায়াতের যুব-ক্রীড়া ও সংস্কৃতি বিভাগের সভাপতি সাইয়্যেদ আতিক জামালী। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আহমাদ নূর।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জুঁইদন্ডী ইউনিয়ন জামায়াত ইসলামী সেক্রাটারি এ এফ এম হারুনুর রশিদ, ইউনিয়ন যুব বিভাগের সেক্রাটারি মনিরুল ইসলাম, সহ সভাপতি আবদুল মান্নান, ছাত্রশিবির আনোয়ারা পশ্চিম থানা শাখা সাবেক সভাপতি মোক্তার আহমদ প্রমুখ।