রাজস্থলী উপজেলায় পর্যটকবাহী বাস ও যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ১ শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় ৫ জন আহত হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ১১ টা ৪৫ মিনিটের দিকে রাঙামাটি জেলার চন্দ্রঘোনা- বাঙালহালিয়া সড়কের রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের পুলিশ ক্যাম্প সড়ক সংলগ্ন ডাকবাংলা পাড়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে ।
নিহত সিএনজি যাত্রী পাইমে মারমা বান্দরবান জেলার সদর উপজেলার বালাঘাটা ঘোয়াইংগ্যা পাড়ার ক্য চিং নু মারমার মেয়ে। তিনি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার রাঙ্গুনিয়া কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্টাডি সেন্টারে অধ্যয়নরত আছেন বলে জানা গেছে তাঁর ব্যবহৃত ব্যাগ হতে আইডি কার্ড সনাক্ত করে।
এদিকে এই ঘটনায় আহত ৪ জন যাত্রী এবং সিএনজি চালককে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়ায় তাদের পরিচয় সনাক্ত করা যায় নাই।
বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল ।
তিনি জানান, রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের পুলিশ ক্যাম্প সড়ক সংলগ্ন ডাকবাংলা পাড়া এলাকায় চট্টগ্রাম থেকে আসা পর্যটকবাহী বাস (ঢাকা মেট্রো ব ১৫- ৫০০৬) ও বাঙালহালিয়া থেকে চন্দ্রঘোনা ফেরিঘাটের দিকে যাওয়া সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে ১জন নিহত এবং ৫ জন আহত হয়। সিএনজিতে থাকা ৪ জন আহত যাত্রী এবং চালককে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানান, নিহত শিক্ষার্থীর মরদেহ থানায় আনা হয়েছে এবং পরবর্তীতে লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে।
এদিকে বাসের চালক, হেলপার, ঘাতক বাসটিকে আটক করে থানায় নিয়ে আনা হয়েছে বলে ওসি জানান। এছাড়া দূর্ঘটনাকবলিত, সিএনজি থানা হেফাজতে আছে বলে জানান ওসি।