আইনজীবি সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে মানববন্ধন ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষার্থীরা সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে এবং ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ জানিয়েছে।
এই মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা একত্রিত হয়ে বিভিন্ন স্লোগান দিয়ে তাদের ক্ষোভ ও প্রতিবাদ প্রকাশ করেন।
শহীদ মিনারের প্রাঙ্গণে অনুষ্ঠিত এই মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, “ভারতীয় আগ্রাসন, রুখে দাও রুখে দাও”, “হিন্দু মুসলিম ভাই ভাই, ইসকনের রক্ষা নাই” এবং “সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না” ইত্যাদি স্লোগান দেয়। তারা সাইফুল ইসলাম আলিফের হত্যার জন্য ইসকনকে দায়ী করে তাদের বিচার দাবি করেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোজাম্মেল হক মানববন্ধনে বক্তব্য রাখার সময় বলেন, “আমরা হত্যার বিনিময়ে হত্যা করব না। আমাদের জ্ঞান-বিজ্ঞানে এগিয়ে যেতে হবে। তাহলেই শহীদদের আত্মত্যাগ সফল হবে।”
অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ সাকিব হত্যাকাণ্ডকে পরিকল্পিত বলে উল্লেখ করে বলেন, “সাইফুল ইসলাম আলিফকে ইসকনের জঙ্গিরা হত্যা করেছে। তিনি জুলাই আন্দোলনে সোচ্চার ছিলেন এবং এ বিষয়ে লেখালেখি করতেন।”