বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর হামলার ঘটনা হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে ফরেন সার্ভিস অ্যাকাডেমির মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, “সমন্বয়করা জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদের বিবেক জাগ্রত করার কাজ অনেকের স্বার্থের বিরোধে আসতে পারে। এই পরিস্থিতিতে তাদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ। এ নিয়ে কেবিনেটে আলোচনা হয়েছে এবং তাদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। “
তিনি আরও বলেন, “হিংসাত্মক কার্যক্রমে যুক্ত হওয়া সবার জন্য ক্ষতিকর। কারও দাবি যৌক্তিক হলেও তার আদায়ের পদ্ধতি বেআইনি ও ধ্বংসাত্মক হলে ন্যায্য দাবিও পূরণ করা সম্ভব নয়। অভিযোগ জানানোর জন্য যথাযথ প্ল্যাটফর্ম রয়েছে। তাই আইনসম্মত পদ্ধতিতে দাবি উত্থাপন করাই বাঞ্ছনীয়।”
এ সময় তিনি ধ্বংসাত্মক কর্মকাণ্ড এড়িয়ে চলার আহ্বান জানিয়ে বলেন, “প্রধান বিচারপতিও এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আমরা সবাইকে ধৈর্য ধরার অনুরোধ জানাচ্ছি।”
অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম উপস্থিত ছিলেন।
সরকারের পক্ষ থেকে এ ঘটনার গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়ে উপদেষ্টা বলেন, “সমন্বয়কদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। বিষয়টি দ্রুত সমাধানে আমরা কাজ করছি।”