বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

আইনজীবীদের কর্মবিরতি ও আন্দোলনে অচল চট্টগ্রাম আদালত

স্টাফ রিপোর্টার

অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় সৃষ্ট ক্ষোভে আইনজীবীদের আন্দোলন ও কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে চট্টগ্রাম আদালতের পুরো বিচারিক কার্যক্রম।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল থেকেই আদালত এলাকায় উত্তেজনা বিরাজ করে।

বেলা ১১টা থেকে আইনজীবীদের বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা সাইফুল হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সোচ্চার হন।

তারা ইসকন সংগঠনকে নিষিদ্ধের দাবি তোলে এবং সংগঠনটির বিরুদ্ধে উগ্র কার্যকলাপের অভিযোগ এনে নানা স্লোগান দেন।

দুপুর ১টার দিকে আইনজীবীরা একটি বিশাল মিছিল বের করেন। মিছিলটি আদালত পাড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভের সময় বক্তারা ইসকনের উগ্র আচরণ এবং পুলিশের নিষ্ক্রিয়তার তীব্র সমালোচনা করেন।

সমাবেশে বক্তারা বলেন, “২৫ নভেম্বর যে ঘটনা ঘটেছে, তার পুরো দায় আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার ওপর পড়ে। চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা পরিকল্পিতভাবে আদালত এলাকায় জড়ো হয়ে মসজিদ ও দোকানপাটে হামলা চালায়। আইনজীবীরা এর প্রতিবাদ জানালে তাদের ওপর হামলা চালানো হয়। একপর্যায়ে অ্যাডভোকেট সাইফুল ইসলামকে নির্মমভাবে হত্যা করা হয়।”

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারকে উদ্দেশ্য করে আইনজীবী নেতারা বলেন, “যত দ্রুত সম্ভব সাইফুল হত্যার ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার করতে হবে। যদি দ্রুত ব্যবস্থা নেওয়া না হয়, তবে কমিশনারকে পদত্যাগ করতে হবে।”

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ডাকে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালিত হয়। আদালতে কোনো বিচারক এজলাসে বসেননি। কোনো প্রকার বিচারিক কার্যক্রমও পরিচালিত হয়নি। এ কর্মবিরতির ফলে সেবাপ্রত্যাশীরা পড়েছেন চরম দুর্ভোগে।

২৫ নভেম্বর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রামের কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তারের প্রতিবাদে আদালত পাড়ায় ইসকনের অনুসারীরা বিক্ষোভ শুরু করে। দুপুরের দিকে তারা আইনজীবীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এরপর মসজিদসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালায় এবং আইনজীবীদের লক্ষ্য করে সহিংসতা শুরু করে।

বিকেলের দিকে আদালতের প্রধান ফটকের বিপরীতে রঙ্গম কনভেনশন হলের গলিতে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে এবং পিটিয়ে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডে আদালত এলাকায় শোকের ছায়া নেমে আসে। বুধবার লোহাগাড়া উপজেলায় দুই দফা জানাজা শেষে সাইফুলের দাফন সম্পন্ন হয়।

আইনজীবীদের আন্দোলনের কারণে সাধারণ বিচারপ্রার্থীরা চরম বিপাকে পড়েছেন। গুরুত্বপূর্ণ মামলা ও জামিন শুনানির জন্য আদালতে আসা ব্যক্তিরা কার্যক্রম বন্ধ থাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।

সর্বশেষ

বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

বাংলাদেশের জাতীয় পতাকা কে অবমাননা করা মানে মুক্তিযুদ্ধের বীর...

শাহ আমানত বিমানবন্দরে ৪২ হাজার ডলার সমান রিয়াল, দিরহামসহ যাত্রীকে আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫০ লাখ ৫৮ হাজার...

সার্বভৌমত্বের প্রশ্নে ভারতকে একচুলও ছাড় নয়: হাসনাত আব্দুল্লাহ 

দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে ভারতকে একচুলও ছাড় দিতে...

লোহাগাড়ায় অস্ত্রের মুখে ৪ বসতঘরে ডাকাতি

চট্টগ্রামের লোহাগাড়ায় অস্ত্রের মুখে চারটি বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে।...

’বাংলাদেশ আমরাই সামপ্রদায়িক সম্প্রীতি রক্ষা করবো’

হিন্দুস্তান যতই উস্কানি দেখ বাংলাদেশে আমরাই সামপ্রদায়িক সম্প্রীতি রক্ষা...

চসিকের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা’র নেতৃত্বে নগরীতে...

আরও পড়ুন

কক্সবাজার সদরে অস্ত্র উদ্ধার, সিএনজিসহ আটক ২

কক্সবাজারের ঈদগাঁওয়ে জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে অস্ত্রশস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে।মঙ্গলবার (৩ ডিসেম্বর) গভীর রাতে সদর থানাধীন খুরুশকুল ছনখোলা বাজার সাম্পানঘাট পাড়া গামী...

হাসনাত-সারজিসের গাড়িবহরে ট্রাকের ধাক্কা, বাবা-ছেলে রিমান্ডে

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের গাড়িবহরে ট্রাকের ধাক্কা দেওয়ার ঘটনার মামলায় আসামি বাবা-ছেলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন...

চট্টগ্রামের ভারতীয় হাইকমিশন ও ভিসা সেন্টারে নিরাপত্তা জোরদার

নিরাপত্তা জোরদার করতে নগরীর খুলশী থানায় ভারতীয় সহকারী হাইকমিশন ও ভারতীয় ভিসা সেন্টারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একইসঙ্গে এর আশপাশের এলাকায় নজরদারি বাড়িয়েছে...

প্রশিক্ষিত হয়ে ক্যাডেটরা হতে চলেছে গভীর সমুদ্রের অকুতোভয় কান্ডারী

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মির্জা ফরিদা আখতার বলেছেন, মেরিন ফিশারিজ একাডেমি হতে প্রশিক্ষিত হয়ে ক্যাডেটরা হতে চলেছে গভীর সমুদ্রের অকুতোভয় কান্ডারী। কঠোর অধ্যবসায় এবং...