রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪

রবিবার থেকে পুনরায় উৎপাদনে যাচ্ছে মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র 

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

কয়লার অভাবে উৎপাদন বন্ধ হয়ে হওয়া যাওয়া মহেশখালীর মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের সংকট অবশেষে কাটতে শুরু করেছে।ফলে রবিবার (১ডিসেম্বর) থেকে পুনরায় উৎপাদনে যাচ্ছে কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র।

বুধবার (২৭ নভেম্বর) সকালে ইন্দোনেশিয়া থেকে পানামার পতাকাবাহী একটি জাহাজ ৭০ হাজার টন কয়লা নিয়ে বিদ্যুৎকেন্দ্রের জেটিতে ভিড়েছে। এরপর কয়লার খালাস কার্যক্রম।

বিষয়টি নিশ্চিত করে কোল পাওয়ার জেনারেশন কোম্পানির প্রধান প্রকৌশলী সাইফুর রহমান জানান, বিকেলের দিকে জাহাজ থেকে কয়লা খালাস শুরু হয়েছে। মেঘনা গ্রুপের আমদানি করা এটিই প্রথম কয়লার চালান। কয়লার জোগান আসায় আগামী রবিবার থেকে ১২০০ মেগাওয়াটের দুই ইউনিটের এই বিদ্যুৎকেন্দ্রটি পুনরায় উৎপাদনে যাবে বলে তিনি নিশ্চিত করে।

এর আগে কয়লা সংকটের কারণে গত ৩১ অক্টোবর ১২০০ মেগাওয়াটের দুই ইউনিটের এই বিদ্যুৎকেন্দ্রটি পুরোপুরি বন্ধ হয়ে যায়।

কোল পাওয়ার জেনারেশন কোম্পানির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনোয়ার হোসেন মজুমদার জানিয়েছেন, বিদ্যুৎকেন্দ্রের ইউনিট কমিশনিংয়ের জন্য জাপানের সুমিতমো করপোরেশনের মাধ্যমে কয়লা আনার চুক্তি হয়। জাপানি এই প্রতিষ্ঠানটির সঙ্গে গত আগস্টে চুক্তি শেষ হয়েছে।

প্রসঙ্গত, ৫১ হাজার ৮৫৪ কোটি টাকা ব্যয়ে ১২০০ মেগাওয়াট এই বিদ্যুৎকেন্দ্রের ৬০০ মেগাওয়াটের একটি ইউনিট ২০২৩ সালের জুলাইয়ে উৎপাদনে আসে। বাকি ৬০০ মেগাওয়াটের ইউনিটটি গত ডিসেম্বরে চালু হয়। কেন্দ্রগুলো কমিশনিং করার জন্য জাপানের সুমিতমো করপোরেশনের মাধ্যমে ২২ লাখ ৫ হাজার টন কয়লা আমদানি করা হয়েছিল।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, সুমিতমোর সরবরাহ করা কয়লা শেষ হওয়ার আগেই নিয়ম অনুযায়ী কোল পাওয়ার জেনারেশন কোম্পানির দরপত্র আহ্বানের কথা থাকলেও শীর্ষ কর্মকর্তাদের দুর্নীতির কারণে কয়লা ক্রয় আটকে যায়।

কেন্দ্র সূত্রে জানা যায়, তিন বছরের কয়লা সরবরাহের জন্য কোল পাওয়ার জেনারেশন কোম্পানি আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে। কিন্তু প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ মেঘনা গ্রুপের ইউনিক সিমেন্ট কনসোর্টিয়ামকে সুবিধা দিতে ১০ মাস দেরি করেন। শেষ পর্যন্ত অনিয়মের অভিযোগ তুলে কনসোর্টিয়াম অব বসুন্ধরা, ইকুইন্টিয়া ও অথ্রোর আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট কয়লা আমদানিতে ছয় মাসের নিষেধাজ্ঞা দেন গত জুলাইয়ে। ফলে কয়লা আমদানিতে অনিশ্চয়তা তৈরি হয়।

সব প্রক্রিয়া শেষ করে কয়লা আমদানিতে এ মাস পর্যন্ত সময় লেগেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কেন্দ্রের কর্মকর্তারা আশা করছেন, তিন-চারদিনের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শরু করে তা জাতীয় গ্রিডে যোগ করা সম্ভব হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফয়’স লেক এলাকার হোটেলে অভিযান, গ্রেপ্তার ৪৩

চট্টগ্রাম মহানগরীর খুলশীর ফয়েজ লেক এলাকার ৫টি হোটেল থেকে...

চট্টগ্রামে আইনজীবী হত্যা মামলায় জবানবন্দি দিলেন আসামি রিপন দাশ

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার আসামি রিপন দাশ...

রাজপথে শাহাদাতের ওপর গড়ে ওঠা সংগঠন ছাত্রশিবির : শাহজাহান

চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমির শাহজাহান চৌধুরী বলেছেন রাজপথে...

খেলায় ছেলের সাথে বাকবিতন্ডা, ছুরিকাঘাতে মাকে খুন

পটিয়ায় ব্যাডমিন্টনের ব্যাট নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে  শিউলি...

রবিবার থেকে  বিআরটি করিডোরে এসি বাস সার্ভিস চালু 

আগামীকাল রবিবার থেকে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) অধীনে...

পাহাড়তলীতে দুই গ্রুপের সংঘর্ষ, অস্ত্রসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হালিশহরের মোহাম্মদ...

আরও পড়ুন

শহিদ বুদ্ধিজীবীদের প্রতি বিএনপির শ্রদ্ধা

১৯৭১ সালে ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে নিহত জাতির শ্রেষ্ঠ সন্তান শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিএনপি।আজ শনিবার(১৪ ডিসেম্বর) সকালে...

বোয়ালখালীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

চট্টগ্রামের বোয়ালখালীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে উপজেলা প্রশাসন আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

বোয়ালখালীতে চোলাই মদসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

চট্টগ্রামের বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের উত্তর কঞ্জুরী গ্রামে অভিযান চালিয়ে তাদের...

ফটিকছড়িতে পুকুর বৃদ্ধার মরদেহ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুর থেকে ছমুনা খাতুন (৮০) নামে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ছমুনা খাতুন সুন্দরপুর ইউনিয়নের কাজিরখীল এলাকার মৃত...