চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার আদালত প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে বিক্ষোভ থেকে সংঘর্ষে রূপ নেওয়া ঘটনায় পুলিশ পৃথক তিনটি মামলা দায়ের করেছে। এসব মামলায় ৭৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৪০০ জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে সংঘর্ষের এই ঘটনা ঘটে।
এদিকে, একই দিন আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার ঘটনা নগরজুড়ে আলোচনার জন্ম দিলেও এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। আলিফের পরিবার ও সহকর্মীরা জানান, তাঁরা বুধবার রাতের মধ্যেই মামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
সংঘর্ষের পর দায়ের তিন মামলা
নগরের কোতোয়ালী থানার আদালত প্রাঙ্গণ, রঙ্গম সিনেমা হল এলাকা এবং কোতোয়ালী মোড়ে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক তিনটি মামলা দায়ের করেছে।
আদালত প্রাঙ্গণের ঘটনা
এ ঘটনায় ৪৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। আদালত চত্বরে বিক্ষোভরতদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি থেকে এই সংঘর্ষের সূত্রপাত হয়।
রঙ্গম সিনেমা হলের সামনের ঘটনা
এখানে পুলিশের ওপর হামলার ঘটনায় ১৪ জনকে এজাহারভুক্ত আসামি এবং অজ্ঞাত আরও ৩০০ থেকে ৪০০ জনকে অভিযুক্ত করা হয়েছে।
কোতোয়ালী মোড়ের ঘটনা
এই ঘটনায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। এখানে সংঘর্ষের সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়।
নগর পুলিশের তথ্যমতে, সংঘর্ষে তাদের ১২ সদস্য আহত হন। আহতদের মধ্যে কয়েকজন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ২০ জন পুলিশের ওপর হামলায় জড়িত বলে দাবি করা হয়েছে। বাকি ৭ জন আইনজীবী আলিফ হত্যার ঘটনায় সংশ্লিষ্ট বলে সন্দেহ করা হচ্ছে।
সাইফুল হত্যাকাণ্ড: মামলা নিয়ে অপেক্ষা
মঙ্গলবার সন্ধ্যায় সংঘর্ষ চলাকালীন সময়ে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের নিহত হওয়ার খবর পুরো নগরে শোকের ছায়া ফেলে। তাঁর জানাজা ও দাফন সম্পন্ন করে বুধবার পরিবার এবং সহকর্মীরা নগরে ফেরেন। তাঁরা জানান, হত্যার ঘটনায় মামলা দায়েরের বিষয়ে আজ রাতেই সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, আলিফের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সহকর্মী আইনজীবীরা। নগরজুড়ে এ ঘটনা নিয়ে আলোচনা তীব্রতর হলেও এখনো হত্যাকাণ্ডের পেছনের কারণ এবং প্রকৃত অপরাধীদের পরিচয় স্পষ্ট নয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার কাজী মো. তারেক আজিজ জানান, “চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবিতে বিক্ষোভরতদের মধ্যে একটি দল হঠাৎ করেই পুলিশের ওপর হামলা চালায়। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে ছিলাম। হামলায় আমাদের সদস্যরা আহত হয়েছেন, পাশাপাশি সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে আসামিদের শনাক্ত করার কাজ চালিয়ে যাচ্ছি।”
চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবে পরিচিত। তাঁর মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু হলেও কেন এবং কীভাবে এটি সংঘর্ষে রূপ নেয়, তা নিয়ে প্রশ্ন উঠেছে। চিন্ময়ের মুক্তি নিয়ে সনাতন জাগরণ মঞ্চের দাবি ও পুলিশের প্রতিক্রিয়ার মধ্যে দ্বন্দ্ব পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলে বলে ধারণা করা হচ্ছে।
চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকা, আদালত প্রাঙ্গণ এবং আশপাশের সড়কগুলোতে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে। নগর পুলিশ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় বিক্ষোভ বা জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে।