চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ফারেঙ্গা গ্রামে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। বুধবার (২৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে তার চতুর্থ দফা জানাজা শেষে তাকে দাফন করা হয়।
চতুর্থ জানাজা তার গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়, জনসমুদ্রে পরিণত হয়েছিল। হাজার হাজার মানুষ দূর-দূরান্ত থেকে জানাজায় অংশ নিতে ছুটে আসেন। এ সময় শোকাহত পরিবেশে তার পিতা জামাল উদ্দিন বক্তব্য দেন। তিনি তার সন্তানের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সুষ্ঠু বিচার দাবি করেন।
এর আগে, সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম আদালত ভবন প্রাঙ্গণে প্রথম জানাজা, সাড়ে ১১টায় নগরের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা এবং দুপুর আড়াইটায় লোহাগাড়ার শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজাগুলোতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর আমির শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক এবং লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিনসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম আদালত এলাকায় সংঘর্ষ চলাকালে সাইফুল ইসলাম আলিফ নির্মমভাবে হত্যার শিকার হন। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হওয়ার পর তার অনুসারীরা বিক্ষোভে ফেটে পড়েন। বিক্ষোভ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। সংঘর্ষের একপর্যায়ে দুর্বৃত্তকারীরা রঙ্গম কমিউনিটি হল সংলগ্ন এলাকায় আলিফকে কুপিয়ে হত্যা করে।
ছাত্রজীবনে মেধাবী আলিফ লোহাগাড়ার আধুনগর ইসলামিয়া ফাজিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন। পরবর্তীতে চট্টগ্রাম সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) থেকে এলএলবি পাস করে আইন পেশায় যুক্ত হন।
তাকে হারিয়ে পরিবার, সহকর্মী ও এলাকাবাসী শোকাহত। এলাকাবাসীসহ আইনজীবী মহল তার হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।