রাষ্ট্রদ্রোহের মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতির জবাব দিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (২৬ নভেম্বর) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এ মন্তব্য করা হয়।
বিবৃতিতে বলা হয়, ভারতের বিবৃতি ভিত্তিহীন এবং এতে ঘটনাটির ভুল উপস্থাপন করা হয়েছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে এ ধরনের মন্তব্য দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের চেতনার পরিপন্থী।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সরকার সব ধর্মের জনগণের সমান অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিষয়ে উল্লেখ করে বলা হয়, বিচার বিভাগ স্বাধীন এবং আদালতে বিষয়টি বিচারাধীন। এ ধরনের বিবৃতি সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতিফলন ঘটায় না।
একই দিন চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সরকার। চট্টগ্রামে নিরাপত্তা জোরদার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার কথাও জানানো হয়।
এর আগে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নাকচ ও গ্রেপ্তার নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্বেগ জানায়। তারই প্রেক্ষিতে বাংলাদেশ সরকার এ ব্যাখ্যা প্রদান করে।