গণমাধ্যমসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে দলবদ্ধ বিশৃঙ্খলা বা ‘মব জাস্টিস’ কঠোর হাতে দমনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ। মঙ্গলবার পরিষদের সভাপতি মাহ্ফুজ আনাম এবং সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, দেশের সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর বিভিন্ন আক্রমণ ও বাধা দেওয়া হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো এবং ডেইলি স্টার-এর কার্যালয়ের সামনে অবস্থান, হামলা ও ভাঙচুরের ঘটনা এর উদাহরণ। রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর প্রধান কার্যালয়ের সামনের সড়কে কয়েকদিন ধরে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে কিছু ব্যক্তি। আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে ওই ব্যক্তিরা সরে গেলেও প্রতিষ্ঠানগুলো এখনো নিরাপত্তার হুমকিতে রয়েছে।
বিবৃতিতে সম্পাদক পরিষদ জানায়, নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ইতোমধ্যে এ ঘটনার নিন্দা জানিয়েছে। পাশাপাশি প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলামও এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনি ব্যবস্থার বার্তা দিয়েছেন। এ অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছে সম্পাদক পরিষদ।
সম্পাদক পরিষদের মতে, কোনো সংবাদ বা সম্পাদকীয় নীতিমালা নিয়ে কারও ভিন্নমত থাকলে তা যুক্তিনির্ভর আলোচনার মাধ্যমে প্রকাশ করা উচিত। কিন্তু বিশৃঙ্খল আচরণ এবং সহিংসতা সংবাদমাধ্যমের কার্যক্রম ব্যাহত করছে, যা কেবল সাংবাদিকতার পরিবেশকেই নয়, গণতান্ত্রিক মূল্যবোধকেও ক্ষতিগ্রস্ত করছে।
পরিষদ আরও জানায়, সাংবাদিকতা পেশার স্বাধীনতা রক্ষা করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। তারা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সরকারের প্রতি আহ্বান জানায়, যেন মব জাস্টিস কঠোরভাবে দমন করা হয়। পাশাপাশি সকল পক্ষের প্রতি সংবাদমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
সম্পাদক পরিষদ মনে করে, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা গেলে সমাজে সঠিক তথ্য পরিবেশনের পাশাপাশি নাগরিক অধিকার ও গণতন্ত্র সুসংহত হবে।